সিডনি, 26 ফেব্রুয়ারি: গত কয়েকমাসে টেস্ট ক্রিকেটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি অস্ট্রেলিয়ান বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ এবার তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি অধিনায়ক তথা কিংবদন্তি মার্ক টেলর (Mark Taylor Urges Australian Selectors to Take Call on David Warner) ৷ অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের উদ্দেশ্যে জানালেন, এবার ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে ৷ বিশেষ করে চলতি বছর অ্যাসেজ সিরিজের আগে ৷
উল্লেখ্য, চলতি বর্ডার গাভাসকর ট্রফি থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার আগে প্রথম দু’টি টেস্টে তিনটি ইনিংসে ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু দাগ কাটতে ব্যর্থ তিনি ৷ তাঁর এই অফ ফর্ম পিছু ছাড়ছে না ৷ নাগপুর টেস্টের দুই ইনিংসে 1 ও 10 রান করেন ডেভিড ওয়ার্নার ৷ আর দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মাত্র 15 রান করেছিলেন তিনি ৷ এই ইনিংসে সিরাজের বলে বাঁ-হাতের কনুইয়ে চিড় ধরায় পুরো সিরিজ থেকেই বাদ পড়ে যান তিনি ৷
সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রথমসারির একটি ক্রীড়া সংবাদমাধ্যমে মার্ক টেলর বলেছেন, ‘‘ডেভকে সামনে বলতে হবে যে ও 2024 সাল পর্যন্ত খেলতে চায় ৷ চলতি বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে যেতে চায় ৷ ও অস্ট্রেলিয়ায় পরের গ্রীষ্মকালে খেলতে চায় ৷’’ তা না হলে, ডেভিড ওয়ার্নারকে জাতীয় নির্বাচক জর্জ বেইলি এবং টনি ডডমেইডের কোর্টেই বল ছেড়ে দিতে হবে ৷ সেইসঙ্গে নির্বাচক কমিটির সদস্য অধিনায়ক প্যাট কামিন্সের উপরেও , বলে জানান মার্ক টেলর ৷