বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি :জাতীয় দলে তিনি বেমানান ৷ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোনওভাবেই নেই তিনি ৷ ম্যানেজমেন্টের এমন হালচাল বুঝতে পেরে সম্প্রতি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঋদ্ধিমান সাহা ৷ এমনকী রঞ্জি ট্রফির দল নির্বাচন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পাপালি ৷ এমতাবস্থায় শনিবার আইপিএল নিলামে চোখ রেখেছিলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ৷ কিন্তু ভাগ্যের পরিহাসে নিলামেও অবিক্রিত থাকলেন ঋদ্ধি (Wriddhiman Saha remains unsold at day 1 of mega auction) ৷
1 কোটি বেস প্রাইস থাকলেও নিলামে দল না পাওয়া যেন আরও উস্কে দিল 37 বছরের ঋদ্ধির অবসর জল্পনা ৷ আইপিএল প্রথম মরশুম থেকে 2021 পর্যন্ত সবক'টি মরশুমেই খেলেছেন ঋদ্ধি ৷ 133টি আইপিএল ম্যাচ খেলা বাংলার এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একটি শতরানও ৷ স্বাভাবিকভাবেই কেরিয়ারের সায়াহ্নে চলে আসা ঋদ্ধির অভিজ্ঞতার গুরুত্ব কোনও ফ্র্যাঞ্চাইজি না-দেওয়ায় হতাশ বাংলার ক্রিকেট অনুরাগীরা ৷