কলকাতা, 30 ডিসেম্বর: শেষবারের মতো রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ তিওয়ারি। সেদিক থেকে নিজের ক্রিকেট জীবনের ফাইনাল ফ্রন্টেয়ার-এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। বর্ণময় ক্রিকেট জীবনে এখনও অধরা রঞ্জি ট্রফি জয়। তা সম্পূর্ণ হলে বুট জোড়া তুলে রাখবেন বলে আগেই জানিয়েছেন। সেই লক্ষ্যপূরণে শেষ হতে চলা ইংরেজি বছরে হঠাৎ করে অবসর ঘোষণা করেও তা প্রত্যাহার করেছেন। বিদায় বেলায় নিজের পারফরম্যান্স যাতে সমালোচকদের কথার মাঝে না-পড়ে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করছেন নিভৃতে।
সঙ্গী অনুষ্টুপ মজুমদার। যে নিজেও ক্রিকেট জীবনের বেলা শেষে। শেষ বছর বলেই এত প্রস্তুতি? মনোজ বলছেন, "মাঠে ফাঁকি দেওয়ার জায়গা থাকে না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। আমি যতদিন ক্রিকেট খেলেছি কোনওদিন প্রস্তুতিতে ফাঁক রাখিনি। নিংড়ে দিয়েছি নিজেকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যস্ততার মধ্যে ক্রিকেট চালিয়েছি। সিএবি আস্থা রেখেছে। নির্বাচকরা আস্থা রেখেছেন। তাঁদের মর্যাদা রাখতে এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি তৈরি হচ্ছি। এবার দেখা যাক ৷"