কলকাতা, 8 অগস্ট: স্ত্রী সুস্মিতার অনুরোধেই ফের বাইশ গজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি ৷ স্ত্রীই একমাত্র কারণ, যার জন্য মনোজকে আবারও বাংলার জার্সি পড়ে ক্রিকেট খেলতে দেখা যাবে ৷ এমনটাই জানালেন, ক্রিকেটার তথা রাজ্য ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ গত বৃহস্পতিবার মনোজ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, দিনকয়েকের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন বাংলার অধিনায়ক ৷ অবসর ভেঙে তাঁর দাবি বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই তিনি অবসর নেবেন ৷
মনোজ তিওয়ারি তাঁর সিদ্ধান্ত বদলের পিছনে স্ত্রী সুস্মিতা রায়ের অনুরোধকেই মূল কারণ হিসেবে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আসলে আমি না ভেবেই অবসর নিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু, আমার স্ত্রী সুস্মিতা আমাকে অনুরোধ করল যে, ‘তুমি এভাবে বিদায় নিতে পারো না ৷ কারণ, তুমি সবাইকে বলেছিলে যে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই অবসর নেবে ৷’ তাই আমি ঠিক করেছি আবারও বাংলার জার্সিতে মাঠে নামব ৷’’ মনোজের সিদ্ধান্ত বদলের খবর চাউর হতেই স্বভাবতই খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে ৷