পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: ইন্দোরের স্পিন সহায়ক উইকেটে 2 স্পিনারে খেলবে বাংলা - Ranji Semi Final

বুধবার থেকে রঞ্জি সেমিফাইনাল (Ranji Trophy 2022-23) খেলতে নামছে বাংলা ৷ প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং গত বছর সেমিফাইনালে এই মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল বঙ্গবিগ্রেড ৷ তাই এবার বাড়তি সতর্ক বাংলা শিবির ৷

Ranji Trophy 2022-23 ETV BHARAT
Ranji Trophy 2022-23

By

Published : Feb 7, 2023, 10:57 AM IST

Updated : Feb 7, 2023, 3:58 PM IST

গত বছর সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল বঙ্গবিগ্রেড

ইন্দোর/কলকাতা, 7 ফেব্রুয়ারি: ইন্দোরে মিশন সেমিফাইনালে বাংলা ৷ প্রতিপক্ষ একবছর আগের মতো এবারেও মধ্যপ্রদেশ (Madhya Pradesh vs Bengal) ৷ ঘরের মাঠের চেনা পরিবেশে বদলে, অচেনা আবহে রঞ্জি চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ সামলানোর পালা এবার মনোজ তিওয়ারিদের ৷ চন্দ্রকান্ত পণ্ডিতের দল যে কঠিন পরিস্থিতির মধ্যে তাদের ফেলবে, তা আঁচ করেই প্রস্তুত হচ্ছে বাংলা দল ৷ ম্যাচের উইকেট দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্পিন সহায়ক উইকেট হতে চলেছে ৷ সেই মতো প্রস্তুতি শুরু করেছে বাংলা ৷ সোমবার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা ৷ মঙ্গলবার শেষবারের মত নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা (Ranji Trophy Semi-Final Preview) ৷

ইন্দোরে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ ৷ তাই প্রতিপক্ষ শিবিরের চেয়েও বড় চিন্তা বাইশ গজের চরিত্র ৷ আপাতত পিচ দেখে বাংলা শিবির মনে করছে স্পিনিং উইকেটেই মধ্যপ্রদেশকে সামলাতে হবে ৷ সেই কারণেই দুই স্পিনার নামাতে চাইছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ সেক্ষেত্রে ওপেনার কাজী জুনেইদ সইফিকে বসিয়ে ফের করণলালকে প্রথম একাদশে নিয়ে আসার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷

করণলালের অফস্পিন ইন্দোরের পিচে বাংলাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে বাঁ-হাতি শাহবাজ আহমেদের সঙ্গে স্পিন আক্রমণে বৈচিত্র্য আসবে ৷ পাশাপাশি, অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ইনিংস ওপেনও করবেন ৷ ফলে তিন পেসার ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারের সঙ্গে দুই স্পিনারের আক্রমণে মধ্যপ্রদেশকে ভাঙার ছক বাংলার টিম ম্যানেজমেন্টের ৷ পাশাপাশি, আকাশ ঘটকের বদলে বাড়তি ব্যাটার খেলানো হবে কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে ৷

একবছর আগে কুমার কার্তিকের স্পিন বাংলাকে সমস্যায় ফেলেছিল ৷ এই মরশুমেও তিনি ছন্দে রয়েছেন ৷ তাই ফর্মে থাকা অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারদের সঙ্গে বাড়তি একজন ব্যাটার নামিয়ে ব্যাটিংকে পোক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলার ৷

অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, “এইবছর আমাদের দলের 6 জন ব্যাটার রানের মধ্যে রয়েছেন ৷ গতবছর ওদের সাড়ে তিনশোর মধ্যে আটকে রেখেছিলাম ৷ আমাদের 50 রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর আমি এবং শাহবাজ দলের ইনিংস টেনেছিলাম ৷ এবছর যেভাবে দল মুখিয়ে রয়েছে আশা করি ভালো কিছু হবে ৷” প্রায় একই সঙ্গে যোগ করলেন, “আমাদের দলে ওপেনিং সমস্যা রয়েছে ৷ কাজীকে সুযোগ দিলেও তা কাজে লাগেনি ৷ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ পাশাপাশি, প্রতিপক্ষের টেল এন্ডাররা শেষের দিকে 30-40 রান করে ফেলছে ৷ এবার সেটা যাতে না হয়, তা আমাদের দেখতে হবে ৷”

আরও পড়ুন:চলতি বছরেই শুরু হবে সিএবি’র নতুন স্টেডিয়াম তৈরি কাজ, জানালেন সৌরভ

অধিনায়কের সঙ্গে একমত কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ তাঁর মতে সুখী ড্রেসিংরুমে লুকিয়ে থাকে মাঠের সাফল্য ৷ বর্তমান বাংলা দলে মনোজ তিওয়ারি মাঠ সামলাচ্ছে ৷ আর কোচ লক্ষ্মী সামলাচ্ছেন ড্রেসিংরুমের পরিবেশ ৷ বাকিটা উপরওয়ালার উপর ছাড়তে চান লক্ষ্মীরতন শুক্লা ৷ তাই উপরওয়ালার আশির্বাদ নিতে কোচ এবং অধিনায়ক মহাকাল মন্দিরে পুজো দিয়ে এসেছেন ৷

এবার মাঠে আবেশ খান, রজত পাতিদার, যশ দুবে, আদিত্য শ্রীবাস্তবদের চ্যালেঞ্জ সামলানোর পালা ৷ মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরের মাঠে খেলার সুবিধার কথা মানছেন ৷ তবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে বলে মনে করেন তিনি ৷ জানালেন, মধ্যপ্রদেশ দল হিসেবে নিজেদের মেলে ধরতে চায় ৷ প্রতিপক্ষ বাংলা দলকে শক্তিশালী বলে উল্লেখ করেছে চন্দ্রকান্ত পণ্ডিত ৷ এবছর বাংলার ব্যাটাররা ফর্মে রয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন ৷ সেই মতোই পরিকল্পনা তৈরি করছেন চন্দ্রকান্ত ৷

Last Updated : Feb 7, 2023, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details