বেঙ্গালুরু, 26 জুন : 1999, রঞ্জি ট্রফি ফাইনাল । কর্নাটকের কাছে হেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন মধ্যপ্রদেশ ক্যাপ্টেন, চন্দ্রকান্ত পণ্ডিত । 23 বছর বাদে ফের তাঁর চোখে জল দেখল ক্রিকেটপ্রেমীরা । যদিও তা আনন্দের, উচ্ছ্বাসের । তাঁর কোচিংয়েই প্রথমবার ভারতসেরা হয়েছে মধ্যপ্রদেশ । রঞ্জি ট্রফির ইতিহাসের সবচেয়ে সফল দল, মুম্বইকে মাটি ধরিয়ে ট্রফি ঘরে তুলেছেন যশ দুবে, রজত পাতিদাররা (Madhya Pradesh wins Ranji Trophy) ।
সরফরাজ খানের দাপটে প্রথম ইনিংসে ভাল জায়গাতে ছিল মুম্বই । তারপর থেকেই ম্যাচের রাশ ক্রমশ নিজেদের হাতে নিয়ে নেয় তারকা-বিহীন মধ্যপ্রদেশ ।চতুর্থ দিনের শেষে মনে হচ্ছিল, প্রথম ইনিংসের লিডেই জয় পাবেন রজত পাতিদাররা । শেষ পর্যন্ত কুমার কার্তিকেয়র দাপটে 269 রানে থামে পৃথ্বী শ'দের ইনিংস । জয়ের জন্য মধ্যপ্রদেশের দরকার ছিল 108 রান । 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন পাতিদার, শ্রীবাস্তবরা ।