কলকাতা, 15 ডিসেম্বর : এলগার, ডি'ককদের দেশে উড়ে যাওয়ার আগে বুধের সকালে বোমা ফাটালেন বিরাট কোহলি ৷ তাঁর ওডিআই ক্য়াপ্টেন্সি থেকে সরে যাওয়া বা তাঁকে সরিয়ে দেওয়ার প্রশ্নে বোর্ডের পেশ করা বিবৃতিকে কার্যত মিথ্যা বললেন ৷ বিরাটের বক্তব্য, তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে বিসিসিআই তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি ৷ এমনকি তাঁর টি-20 অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে কোনও রা কাটেনি বোর্ড ৷
সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির বিদ্রোহ প্রকাশ্যে ৷ কোহলির বাউন্সার বোর্ড বা সৌরভ গঙ্গোপাধ্যায় কীভাবে সামলাবেন তার উত্তর দেবে সময় ৷ কিন্তু বিরাটকে ওয়ান-ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে কী বলছেন বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তথা 1983 বিশ্বজয়ী দলের সদস্য মদন লাল ?
সীমিত ওভারের ক্রিকেট অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরানো নির্বাচকদের একেবারেই উচিৎ হয়নি (Madan Lal says selectors should not have removed Virat Kohli from ODI captaincy)। এই ভাষাতেই বিরাট বিতর্কে কোহলিকে সমর্থন জানালেন মদন লাল (Madan Lal backs Virat Kohli on ODI captaincy issue)। বুধবার ইটিভি ভারতকে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বলেন, সাদা বলের ক্রিকেটে দু'জন অধিনায়ক না রাখার যে যুক্তি নির্বাচকরা দিচ্ছেন তার কোনও ভিত্তি নেই। অধিনায়ক কোহলির অধীনে ভারতীয় দল সফল।