কলকাতা, 25 জুলাই: গৌতম গম্ভীর কি লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন ? গত এক সপ্তাহে এমনই খবর ভাসছে আইপিএলের চৌহদ্দিতে ৷ এ ব্যাপারে মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ জবাবে তিনি জানালেন, সবই সংবাদ মাধ্যমের তৈরি গুজব ৷ তবে, ফ্র্যাঞ্চাইজির যা পরিকল্পনা রয়েছে ৷ তারা সেটাই করবে ৷ কিন্তু, কী পরিকল্পনা ? সে জবাব দিলেন না সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ৷
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘আপনারাই এই ধরনের বিতর্ক তৈরি করেন ৷ আবার এর উত্তরও চান আমাদের কাছ থেকে ৷ আমি এখন এইটুকু বলতে পারি ৷ আমরা যা করার পরিকল্পনা করেছি সেটাই করব ৷ এখনও এই ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি ৷’’ লখনউয়ের অন্য কর্তাদের দাবি, এখনও পর্যন্ত গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের সঙ্গেই রয়েছেন ৷ তবে, গম্ভীর আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে থাকতে পারেন, এমন খবরও রয়েছে ৷ উল্লেখ্য, গম্ভীর অধিনায়ক হিসেবে কেকেআর'কে দু’টি কাপ জিতিয়েছেন ৷