পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের খেলায় হতাশ মাস্টার ব্লাস্টার - বিরাট কোহলি

সচিন নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানালেও, ভারতের হার নিয়েও নিজের মতামত জানিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ ভারতীয় দলের পারফর্মেন্সে যে তিনি হতাশ তা সরাসরি ব্যক্ত করেছেন সচিন ৷

losing-virat-kohli-cheteshwar-pujara-quickly-put-pressure-on-india-sachin-tendulkar
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের পারফর্মেন্সে হতাশ মাস্টার ব্লাস্টার

By

Published : Jun 24, 2021, 6:05 PM IST

সাউদাম্পটন, 24 জুন : কোহলি এবং পূজারার পরপর ফিরে যাওয়ার ফল ভারতকে ভুগতে হয়েছে ৷ এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানেই ভারতীয় দলের হারের অন্যতম কারণ হিসেবে বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার দু’ওভারের মধ্যে ফিরে যাওয়াকে দায়ী করেছেন সচিন ৷

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ষষ্ঠদিনের খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র 170 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ প্রথম ইনিংসে 32 রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র 139 রান ৷ যদিও, সাউদাম্পটনের বাউন্সি এবং সিমিং উইকেটে সেই রান তোলা বেশ কষ্টকর ছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে গিয়ে জয় ছিনিয়ে নেয় ব্ল্যাকক্যাপসরা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতায় নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ তিনি টুইটে লেখেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021 জেতার জন্য ব্ল্যাকক্যাপসদের অভিনন্দন ৷ তোমরা সেরা দল ছিলে’’ ৷

আরও পড়ুন :WTC Final : ইংল্যান্ডে সম্রাট সৌরভই, বেদনার ইতিহাস লিখলেন কোহলি

সচিন নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানালেও, ভারতের হার নিয়েও নিজের মতামত জানিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ ভারতীয় দলের পারফর্মেন্সে যে তিনি হতাশ তা সরাসরি ব্যক্ত করেছেন সচিন ৷ তিনি লিখেছেন, ‘‘ভারতীয় দলের পারফর্মেন্সে খুবই হতাশ ৷ আমি আগেই বলেছিলাম প্রথম 10 ওভার খুব গুরুত্বপূর্ণ ৷ আর ভারত মাত্র 10 বলের ব্যবধানে কোহলি এবং পূজারা দু’জনকে হারায় ৷ যা তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছিল’’ ৷

আরও পড়ুন : 2019-21 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন

প্রসঙ্গত, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কোহলিকে আউট করেন কিউয়ি পেসার কাইল জেমিসন ৷ প্রথম ইনিংসে লেগ বিফোর আউট হন ভারত অধিনায়ক ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাটের এজ লেগে উইকেটের পিছনে বি জে ওয়াটলিং এর গ্লাভসে বল জমা হয় ৷ চেতেশ্বর পূজারাও জেমিসনের আউট সুইংগারের শিকার হন ৷ শরীরে কাছ থেকে ব্যাকফুটে ডিফেন্স করতে গেলেও বলের সুইং বুঝতে না পারার খেসারত দিতে হয় পূজারাকে ৷ আউট সাইড এজ লেগে বল উইকেটের পিছনে কিপার ওয়াটলিং এর হাতে চলে যায় ৷ প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বি জে ওয়াটলিং এর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details