জোহানেসবার্গ, 3 জানুয়ারি :পয়মন্ত ওয়ান্ডারার্সে শুরুটা মোটেই আশাব্যঞ্জক হল না টিম ইন্ডিয়ার ৷ পিঠের সমস্যায় অধিনায়ক বিরাট কোহলির ছিটকে যাওয়ার দলের মানসিকতায় খানিক ধাক্কা লেগেছিল নিঃসন্দেহে ৷ তবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা মন্দ করেননি স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল ৷ যদিও সময় গড়াতে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ সফরকারী দল ৷ প্রথম সেশনে 53 রানে 3 উইকেট খোয়াতে হল ভারতকে (losing three wickets before lunch India are in trouble at Wanderers) ৷
ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস করতে ব্যর্থ ওপেনার ময়াঙ্ক ৷ হতাশা বাড়িয়ে মাত্র 3 রানে ফিরলেন চেতেশ্বর পূজারা ৷ আর রাহানে হলেন গোল্ডেন ডাক ৷ 24তম ওভারে পরপর দু'বলে পূজারা এবং রাহানেকে সাজঘরে ফেরালেন প্রোটিয়া জোরে বোলার ডুয়েন অলিভিয়ের ৷ একাদশে প্রত্যাবর্তন ঘটা এই জোরে বোলারের সৌজন্যেই প্রথম সেশনটা নিজেদের নামে করে নিল ডিন এলগারের দল ৷