পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hardik Pandya : হার্দিকের ইন্টারভিউ সেশনের মাঝেই সেটে হাজির ছোট্ট অগস্ত্য, মজার ভিডিও শেয়ার - BCCI

ক্রিকইনফোর ক্রিকেট মান্থলি ম্যাগাজিনের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে পান্ডিয়া তাঁর কেরিয়ারের কালো অধ্যায় নিয়ে কথা বলেছেন ৷ একটি জনপ্রিয় রিয়্য়ালিটি টক-শো'য়ে বেফাঁস মন্তব্য করে একদা বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন এই অলরাউন্ড ক্রিকেটার ৷

Hardik Pandya
হার্দিকের ইন্টারভিউ সেশনের মাঝেই সেটে হাজির ছোট্ট অগস্ত্য, মজার ভিডিও শেয়ার বিসিসিআই'য়ের

By

Published : Oct 18, 2021, 9:44 PM IST

দুবাই, 18 অক্টোবর : নয়া জার্সি গায়ে চাপিয়ে এক গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে বিশ্বকাপের আগে সাক্ষাৎকার দিতে বসেছিলেন হার্দিক পান্ডিয়া ৷ হঠাৎই বাবার খোঁজে সাক্ষাৎকারের সেটে হাজির ছোট্ট অগস্ত্য ৷ ভুলিয়ে-ভালিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে ফের চলল হার্দিকের সাক্ষাৎকার পর্ব ৷ মজার সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করল বিসিসিআই ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবার ইন্টারভিউ সেটে অগস্ত্যর সারপ্রাইজ ভিজিট ৷

মজার সেই ভিডিও নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে বিসিসিআই লেখে, "হার্দির পান্ডিয়ার ইন্টারভিউয়ের সারপ্রাইজ ভিসিটরকে পেয়ে আমাদের ভাল লাগল ৷" ক্রিকইনফোর ক্রিকেট মান্থলি ম্যাগাজিনের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে পান্ডিয়া তাঁর কেরিয়ারের কালো অধ্যায় নিয়ে কথা বলেছেন ৷ একটি জনপ্রিয় রিয়্য়ালিটি টক-শো'য়ে বেফাঁস মন্তব্য করে একদা বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন এই অলরাউন্ড ক্রিকেটার ৷ ঘটনায় সাসপেন্ডও হতে হয়েছিল তাঁকে ৷

ওই ঘটনা প্রসঙ্গে পান্ডিয়া খানিকটা অভিমানের সুরেই বলেন, "আমার সাসপেনশনের খবর শুনে অনেকে বলেছিল, হার্দিক শেষ ৷ ওঁ আর ঘুরে দাঁড়াতে পারবে না ৷" তাঁকে সে সময ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়ে'র চোখে দেখা হত বলেও মত হার্দিকের ৷

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ, প্রত্যাবর্তন নিয়ে অকপট হার্দিক

সে সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে একদিন অনুশীলনের মাঝে নিজের প্রতি হতাশ হয়ে তিনি কেঁদেছিলেন বলেও জানান মুম্বই ক্রিকেটার ৷ হার্দিক বলেন, "টক-শো'য়ের ঘটনার পর আমাকে যেভাবে দেখানো হয়েছিল আমি আদতে তেমন নই ৷ আমার নিজের প্রতি আমার অনেক প্রত্যাশা ছিল কিন্তু আমি নিজের খেলায় সে সময় মনোনিবেশ করতে পারছিলাম না কিছুতেই ৷"

ABOUT THE AUTHOR

...view details