দুবাই, 18 অক্টোবর : নয়া জার্সি গায়ে চাপিয়ে এক গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে বিশ্বকাপের আগে সাক্ষাৎকার দিতে বসেছিলেন হার্দিক পান্ডিয়া ৷ হঠাৎই বাবার খোঁজে সাক্ষাৎকারের সেটে হাজির ছোট্ট অগস্ত্য ৷ ভুলিয়ে-ভালিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে ফের চলল হার্দিকের সাক্ষাৎকার পর্ব ৷ মজার সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করল বিসিসিআই ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবার ইন্টারভিউ সেটে অগস্ত্যর সারপ্রাইজ ভিজিট ৷
মজার সেই ভিডিও নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে বিসিসিআই লেখে, "হার্দির পান্ডিয়ার ইন্টারভিউয়ের সারপ্রাইজ ভিসিটরকে পেয়ে আমাদের ভাল লাগল ৷" ক্রিকইনফোর ক্রিকেট মান্থলি ম্যাগাজিনের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে পান্ডিয়া তাঁর কেরিয়ারের কালো অধ্যায় নিয়ে কথা বলেছেন ৷ একটি জনপ্রিয় রিয়্য়ালিটি টক-শো'য়ে বেফাঁস মন্তব্য করে একদা বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন এই অলরাউন্ড ক্রিকেটার ৷ ঘটনায় সাসপেন্ডও হতে হয়েছিল তাঁকে ৷