শারজা, 24 অক্টোবর : কোহলি-বাবরদের লড়াই ঘিরে মরুশহরের পারদ দিনকয়েক ধরেই ঊর্ধ্বমুখী ৷ তবে ভারত-পাক মহারণ শুরুর আগে রবিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ৷ শারজায় দিনের প্রথম ম্যাচে দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷ শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার মহম্মদ নঈম এবং লিটন দাস ৷ কিন্তু ষষ্ঠ ওভারে লিটন 16 রানে আউট হতেই বিশ্বকাপের গনগনে আঁচটা টের পাওয়া গেল মরুশহরে ৷
ষষ্ঠ ওভারের পঞ্চম ডেলিভারিতে লাহিরু কুমারা বাংলাদেশ ওপেনার লিটন দাসকে ফেরাতেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দু'জনে ৷ মিড-অফে শানাকা দুরন্ত ক্যাচ নিতেই প্রথমে লিটনের দিকে এগিয়ে যান লাহিরু ৷ পালটা সিংহলী বোলারের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান লিটন ৷