পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar Statue: 50তম জন্মদিনে ওয়াংখেড়েতে বসছে সচিনের মূর্তি, বিস্মিত ক্রিকেটঈশ্বর - সচিন তেন্ডুলকর

মঙ্গলবার সস্ত্রীক ওয়াংখেড়েতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টারের উপস্থিতিতেই এদিন বড় ঘোষণাটি করলেন এমসিএ (Mumbai Cricket Association) সভাপতি অমল কালে ৷ আগামী 24 এপ্রিল ওয়াংখেড়েতে উন্মোচিত হবে সচিনের মূর্তি ৷

Etv Bharat
50তম জন্মদিনে ওয়াংখেড়েতে বসছে সচিনের মূর্তি

By

Published : Feb 28, 2023, 9:15 PM IST

মুম্বই, 28 ফেব্রুয়ারি: 'ওয়াংখেড়ে জানে সচিনের প্রথম সবকিছু' ৷ স্যর রমাকান্ত আচরেকরের হাত ধরে প্রথম ক্রিকেট পাঠ, অধরা মাধুরী বিশ্বকাপ জয়, কেরিয়ারের 200তম টেস্ট ম্যাচ (যা তাঁর কেরিয়ারের অন্তিম ম্যাচও বটে)৷ ক্রিকেটঈশ্বরের কেরিয়ারের গুরুত্বপূর্ণ বাঁকগুলিতে সচিন আর ওয়াংখেড়ে যেন হাত ধরাধরি করে হেঁটেছে ৷ সেই ঘরের মাঠ ওয়াংখেড়েতে এবার মূর্তি বসছে সচিন রমেশ তেন্ডুলকরের (Life size statue of Tendulkar all set to unveil at Wankhede) ৷

আগামী 24 এপ্রিল জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করছেন 'মাস্টার ব্লাস্টার' ৷ ওইদিনই উপহারস্বরূপ ওয়াংখেড়েতে উন্মোচিত হবে সচিনের পূর্ণাবয়ব মূর্তি ৷ মঙ্গলবার টুইটারে এক ঘোষণায় জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সব দেখেশুনে বিস্মিত ক্রিকেটঈশ্বর ৷ জানালেন, ওয়াংখেড়ে তাঁর ক্রিকেট বৃত্ত সম্পূর্ণ করেছে ৷ এমসিএ-র এই সিদ্ধান্ত তাঁর কাছে সারপ্রাইজের মতো ৷

তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংবাদসংস্থাকে সচিন রমেশ তেন্ডুলকর বলেন, "এই মাঠেই ক্রিকেটজীবনের শুরুতে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছি ৷ এই মাঠে 2011 ভারতের হয়ে বিশ্বকাপ জয় জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ৷ ভারতের জার্সিতে শেষবার মাঠে নামাও মুম্বইয়েই ৷ সবমিলিয়ে ওয়াংখেড়েতে জীবনের বৃত্ত সম্পূর্ণ হয়েছে আমার ৷ কেরিয়ারের বিশেষ বিশেষ সব মুহূর্তের সাক্ষী এই মাঠ ৷ তাই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন একটা সিদ্ধান্ত আমার কাছে সারপ্রাইজের মতো ৷"

আরও পড়ুন:ইন্দোর টেস্টের একাদশে কি রাহুলের পরিবর্ত গিল ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন রোহিত

ওয়াংখেড়েতে কিংবদন্তির নামে একটি স্ট্যান্ড হয়েছে ইতিমধ্যেই ৷ আর মঙ্গলবার অবসরের 10 বছর পর সেখানে মাস্টার ব্লাস্টারের মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এদিন সস্ত্রীক ওয়াংখেড়েতে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ৷ সচিনের উপস্থিতিতেই এদিন বড় ঘোষণাটি করেন সংস্থার সভাপতি অমল কালে ৷ যা শুনে সচিন বলেন, "আমি বরাবর গর্বের সঙ্গে বাইশ গজে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করে এসেছি ৷ মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে সুসম্পর্ক আজও অটুট আমার ৷ ওদের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ ৷"

ABOUT THE AUTHOR

...view details