মুম্বই, 20 অক্টোবর: ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এবার সেই স্টেডিয়ামেই দেখা যাবে মাস্টার ব্লাস্টারের প্রমাণ মাপের একটি মুর্তি ৷ এর আগেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সচিনের নামে ৷ আগামী নভেম্বরেই উদ্বোধন করা হবে লিটল মাস্টারের মুর্তিটিরও ৷
ক্রিকেটে তাঁর বিপুল অবদানের জন্য় ইতিমধ্যেই সচিনকে ভূষিত করা হয়েছে ভারতরত্ন পুরস্কারে ৷ ক্রিকেটের এই কিংবদন্তি সম্মান জানাতে এবার তাঁর প্রমাণ মাপের মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে ইটিভি ভারতকে জানান, 1 নভেম্বর মূর্তিটি উদ্বোধন করা হবে ৷ সচিনের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে তাঁর মূর্তিটি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লিটিল মাস্টার নিজেও ৷ যদিও এর আগে মাস্টার ব্লাস্টারের জন্মদিনেই এই মূর্তি উদ্বোধনের কথা ছিল ৷ তবে তা সম্ভব হয়নি ৷ এবার সামনে এল মূর্তি উন্মোচনের নতুন দিনক্ষণ ৷
সচিনের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এই মাঠেই 28 বছরের খরা কাটিয়ে আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল ৷ আর তারপর সচিনকে কাঁধে তুলে সারা মাঠ ঘুরেছিলেন বিরাট কোহলিরা ৷ সেদিন ক্রিকেট ঈশ্বরের জীবনের একটি বৃত্ত পূর্ণ হয়েছিল এই স্টেডিয়ামে ৷ প্রতিটি ক্রিকেটপ্রেমীর জীবনে আজও স্মরণীয় হয়ে আছে এই ঘটনা ৷