মুম্বই, 16 ডিসেম্বর: বাকি আর মাত্র তিন দিন ৷ 19 ডিসেম্বর আইপিএলের নতুন মরশুমে নিলামে উঠতে চলেছে 333 জন খেলোয়াড়ের নাম ৷ শুধু আনক্যাপড খেলোয়াড়রাই নয় তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্র, স্টিভেন স্মিথের মতো একাধিক বিশ্ববন্দিত তারকা ৷ সদ্য শেষ হওয়া ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই তারকারা ৷ আর তাই আইপিএল নিলামেও তাঁদের নিয়ে দাম যে চড়বে তা বলাই বাহুল্য ৷ 77 জন ক্রিকেটারের জন্য নিলামে লড়াই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ৷ এর মধ্যে বিদেশি খেলোয়াড় 30 জন ৷ তবে তার আগে দেখে নেওয়া দরকার এই মুহূর্তে কার ওয়ালেটে ঠিক কত টাকা পড়ে রয়েছে ৷ আর আগামী নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে কিনতে পারবে ৷
আইপিএলের এই নিলাম পর্বটি আয়োজিত হবে আগামী 19 ডিসেম্বর ৷ দুবাইয়ের কোকা-কোলা এরিনায় 214 জন ভারতীয় খেলোয়াড় এবং 119জন বিদেশি খেলোয়াড়ের ভাগ্য নির্ধারিত হবে ৷ দুপুর 1টা থেকে শুরু হবে এই নিলাম পর্ব ৷ ওয়ালেটে থাকা টাকার কথা বলতে গেলে সবচেয়ে বেশি টাকা বাঁচিয়ে রেখেছে গুজরাত টাইটান্স ৷ তাঁদের কাছে রয়েছে 38.15 কোটি টাকা ৷ তাঁরা 2 জন বিদেশি এবং 6 জন দেশীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে ৷ এরপর সর্বাধিক 34 কোটি টাকা আছে সানরাইজার্স হায়াদরাবাদের কাছে ৷ তাঁরা দলে আনতে পারেন 3 জন বিদেশি খেলোয়াড় এবং 3 জন ভারতীয় খেলোয়াড়কে ৷ 32.70 কোটি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের ওয়ালেটে ৷ তারা কিনতে পারবে 4 জন বিদেশি খেলোয়াড় এবং 4 জন ভারতীয় খেলোয়াড়কে ৷ চেন্নাই সুপার কিংসের কাছে আছে 31.40 কোটি টাকা ৷ তাদের দলে জায়গা পেতে পারে 3 জন বিদেশি খেলোয়াড় এবং 3 জন ভারতীয় খেলোয়াড় ৷