পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Laxmi Ratan Shukla: বিশ্বাস রাখতে হবে, সব সম্ভব; বার্তা বাংলার নতুন কোচ লক্ষ্মীর

মঙ্গলবার বাংলা দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লার হাতে (Laxmi Ratan Shukla Takes Charge as Bengal Coach for 2022-23) ৷ দায়িত্বভার গ্রহণ করে লক্ষ্মীর বার্তা, ট্রফি জেতা অসম্ভব নয় ৷ শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে ৷ লক্ষ্মীর সহকারী পদে সৌরাশিস লাহিড়ীকে বহাল রাখা হয়েছে ৷ আর ব্যাটিং পরামর্শদাতা হিসাবে প্রাক্তন বাংলা কোচ ডব্লু ভি রামনকে নিয়ে এসেছে সিএবি ৷

Laxmi Ratan Shukla Takes Charge as Bengal Coach for 2022-23
Laxmi Ratan Shukla Takes Charge as Bengal Coach for 2022-23

By

Published : Jul 27, 2022, 12:32 PM IST

কলকাতা, 27 জুলাই: “সবকিছুই সম্ভব ।’’ বাংলা দলের কোচ হওয়ার পর এমনটাই জানালেন লক্ষ্মীরতন শুক্লা ৷ নতুন মরসুমে নতুন করে শুরু করার বার্তা দিলেন বাংলার প্রাক্তন কোচ ৷ বাংলার ড্রেসিংরুমের থিঙ্কট্যাঙ্কে ফের প্রবেশ করছেন লক্ষ্মী (Laxmi Ratan Shukla Takes Charge as Bengal Coach for 2022-23) ৷ তাঁর সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে বাংলা দলে দায়িত্ব সামলাবেন ডাব্লু ভি রামন ৷ একসময় বাংলার কোচ এবং অধিনায়কের পুরনো কেমিস্ট্রি এ বার মাঠের বাইরে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে ৷ যাঁরা বাইরে থেকে বাংলা দলের রূপরেখা তৈরি করবেন ৷ আর নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা ৷

অফিসিয়ালি মঙ্গলবার সন্ধেয় বাংলা দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লার নাম ঘোষণা করা হয়েছে ৷ সাংবাদিক সম্মেলন করে কোচ হিসেবে বাংলা দলের প্রাক্তন অধিনায়কের নাম ঘোষণা করে সিএবি ৷ অরুণ লাল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরে, নতুন মরশুমে মনোজদের কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল ৷ রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা প্রথম থেকেই পরিবর্ত হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম নিয়ে ভাবনাচিন্তা করছিল ৷ তবে, সেই ভাবনায় ভেঙ্কটেশ প্রসাদ, ডাব্লু ভি রামন এবং ওয়াসিম জাফরের নামও ছিল বলে শোনা গিয়েছে ৷ তবে, শেষ পর্যন্ত লক্ষ্মীরতন শুক্লার হাতেই বাংলার কোচিংয়ের দায়িত্ব তুলে দিল সিএবি ৷

এর আগে বাংলার অনূর্ধ্ব-25 দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মী ৷ সেখান থেকে সিনিয়র দলের দায়িত্বে নিয়ে আসা হল তাঁকে ৷ সৌরাশিস লাহিড়ীকেই সহকারী-কোচের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে ৷ এতদিন অরুণ লালের সহকারীর দায়িত্ব সামলেছেন সৌরাশিস । ঘোষণা না করা হলেও, ব্যাটিং পরামর্শদাতা হিসাবে এক বছরের জন্য রামনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ বাংলার বাকি সাপোর্ট স্টাফদের নাম ধীরে ধীরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ৷ অগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন মরশুমের অনুশীলন শুরু করতে পারে বাংলা দল ৷

আরও পড়ুন:মঙ্গলে বাংলার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লক্ষ্মী

বাংলা দলের দায়িত্ব নিয়ে কোচ লক্ষ্মীরতন শুক্লা জানালেন, রঞ্জি ট্রফি পাখির চোখ হলেও, বাকি টুর্নামেন্টগুলিতে খালি হাতে ফিরতে নারাজ তিনি ৷ সেভাবেই পরিকল্পনা সাজাতে চান বলে জানিয়েছেন লক্ষ্মী ৷ সিএবিকে ধন্যবাদ জানিয়ে লক্ষ্মী বলেন, ‘‘সিএবি-র সমস্ত অফিস স্টাফদের ধন্যবাদ, আমাকে বিশ্বাস করার জন্য ৷’’ লক্ষ্মী ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ৷

বাংলা দলের কোচের দায়িত্ব নিলেন লক্ষ্মীরতন শুক্লা

সৌরভ সম্পর্কে লক্ষ্মী বলেন, ‘‘দাদি সবসময় আমার উপর ভরসা করেছেন ৷ সেই জন্য ধন্যবাদ ৷’’ পরবর্তী লক্ষ্যও জানিয়ে দিলেন বাংলার নতুন কোচ ৷ তিনি বলেন, ‘‘এটা আমার দ্বিতীয় ঘর ৷ আমি বিশ্বাস করি কিছুই অসম্ভব নয় ৷ সবটাই সম্ভব ৷ শুধু নিজেদের উপর ভরসা রাখতে হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details