ব্রিসটল, 20 জুন : ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করার পর শুভেচ্ছার বন্যায় ভাসল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ ভেঙ্কটেশ প্রসাদ, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, অঞ্জুম চোপড়া এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ রমন টুইটারে ভারতীয় মহিলা দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ মিতালী রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড ৷ কিন্তু, প্রথমে ওপেনার শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এবং লোয়ার অর্ডারে স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার 104 রানের পার্টনারশিপে ভর করে চতুর্থ তথা শেষদিনে ম্যাচ ড্র করতে সফল হয় ভারতীয় মহিলা ব্রিগেড ৷
বহু বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল ৷ এক টেস্টের এই সিরিজে প্রথমে ব্যাট করে 396 রান তুলেছিল ইংল্যান্ড মহিলা দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল ৷ দুই ওপেনার স্মৃতি মন্ধানা (78) এবং শেফালি (96) বর্মার দাপুটে ব্যাটিংয়ে শুরুটা ভাল করেছিল ভারত ৷ দুই ওপেনারের 167 রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডকে প্রায় কোণঠাসা করে দেন তাঁরা ৷ কিন্তু, প্রথম উইকেট পড়তেই উইকেট পড়ার লাইন শুরু হয়ে যায় ৷ মাত্র 231 রানে অল আউট হয়ে যায় মিতালী রাজের ভারত ৷
আর সুযোগ বুঝে ভারতকে ফলো অন করায় ইংল্যান্ড ৷ এবার আর স্মৃতির ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তবে প্রথম ইনিংসের মতো শেফালি (63) দ্বিতীয় ইংনিসেও দাপট দেখান ৷ সঙ্গে পান দীপ্তি শর্মাকে (54) ৷ শেষে নবম উইকেটে দুই টেল এন্ডার স্নেহ রানা (80) এবং তানিয়া ভাটিয়া (44) অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন ৷ টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ মহিলা দলের এই ম্যাচ বাঁচানো ইংনিস মুগ্ধ করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ৷ টুইটে মহিলা দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ৷
আরও পড়ুন : Father's day : বাবার শৈশবের স্মৃতি আগলে রেখেছেন সচিন, পাপাকে মিস করছেন হার্দিক