সিডনি, 5 জুন : ব্রায়ান লারা (Brian Lara) না সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) ৷ সেরা কে ? এই প্রশ্নটা বহুদিন ধরে চলে আসছে ৷ তবে ক্রিকেট দুনিয়া এখনও এর উত্তর খুঁজে পেতে ব্যর্থ ৷ তবে অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি মনে করেন সচিনকে বোলিং করা তুলনামূলক সহজ ৷ লারা ও সচিন দু’জনকেই বোলিং করেছেন লি ৷ তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন, শট খেলার দিক থেকে বোঝা যেত না লারা কখন কোন শটটি খেলতে চলেছেন ৷ সচিনের ক্ষেত্রে তিনি তা আগে থেকে আন্দাজ করতে পারতেন বলে জানান ব্রেট লি (Brett Lee) ৷
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি সাক্ষাৎকারে লি বলেন, ‘‘আমার প্রিয় ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে আমি খেলেছি, অবশ্যই সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ৷ তবে লারা অসাধারণ ৷ একই জায়গায় লারাকে 6টি বল করা হলে ও 6 দিকে বল মারতে পারে ৷ যেমন ধরে নেওয়া যাক আমি যদি অফ স্টাম্প টার্গেট করে পরপর 6টি বল একই জায়গায় রাখি, তাহলে লারা সোজাসুজি মারতে পারেন ৷ স্কোয়ারের পিছন দিকে মারতে পারেন ৷ পয়েন্টর পাশ দিয়ে কাট শট খেলতে পারেন ৷ কভার দিয়ে ড্রাইভ করতে পারেন ৷ অথবা অফ সাইড বরাবর খেলতে পারেন ৷ তিনি এতটাই ভার্সাটাইল ৷’’