দুবাই, 17 অক্টোবর: ভারতের তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শান্ত মাথার রোহিত শর্মাই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একেবারে আদর্শ ব্যক্তি ৷ এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ উল্লেখ্য, 2023 ক্রিকেট বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে লিগের প্রথম তিনটি ম্যাচ দাপুটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বিশেষত, শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই একছত্র দাপট দেখিয়েছিল ‘রোহিত অ্যান্ড কোম্পানি’ ৷
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচেই 6 উইকেটে হারিয়েছে ভারত ৷ এর পর দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান এবং আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা ৷ এই মুহূর্তে ভারত পয়েন্ট তালিকায় 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট ও 1.82 নেট রানরেটে এক নম্বরে রয়েছে ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘‘রোহিত খুবই শান্ত স্বভাবের ৷ এমনকি ও মাঠে যে সিদ্ধান্ত নেয়, তাও শান্ত মাথায় ৷ এমনকী আপনি ওর খেলার ভঙ্গিমাতেও সেই শান্ত স্বভাব দেখতে পাবেন ৷’’