মুম্বই, 6 জুন : ম্যাচ না খেলার ফলে বিরাট এবং রোহিতের মতো সেরা ক্রিকেটারদেরও সমস্যায় ফেলবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকর জানিয়েছেন, বিরাট কোহলি অনেকদিন ধরে খেলছেন ৷ এই মুহূর্তের বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি ৷ কিন্তু, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে ধাক্কা দিতে পারে ৷ একই কথা তিনি বলেছেন রোহিত শর্মার ক্ষেত্রেও ৷
বিরাট ও রোহিতকে নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে দু’জনেই ফর্মে রয়েছেন ৷ তবে, আমি মনে করি, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা টেস্টে বড় ধাক্কা দিতে পারে’’ ৷ সেই সঙ্গে 18 জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেঙ্গসরকর নিউজিল্যান্ডকে অনেকটাই এগিয়ে রাখছেন ৷