মুম্বই, 25 মে :মঙ্গলবার সকালে আভাসটা দিয়েছিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ রাতের দিকে আইপিএল ফাইনাল নিয়ে চমক প্রকাশ্যে এল আমির খান প্রোডাকশনের হাত ধরে ৷ নিজের প্রোডাকশনের তরফে পোস্ট করা একটি ভিডিয়োয় আমির খান জানালেন, আগামী 29 মে আইপিএল ফাইনাল সঞ্চালনা করবেন তিনি ৷ শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের মাঝেই মুক্তি পেতে চলেছে 'মিস্টার পারফেকশনিস্ট'-এর বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র ট্রেলার ৷ জানালেন আমির নিজেই ৷ কখন মুক্তি পাবে ট্রেলার, প্রোডাকশনের তরফে পোস্ট করা ভিডিয়োতে আমির তাও জানিয়েছেন (Laal Singh Chaddha trailor to release during IPL final) ৷
মঙ্গলবার রাতের দিকে আমির খান প্রোডাকশনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৷ যেখানে আমির তাঁর অনুরাগীদের বলছেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ক্রিকেট খেলব ৷ তবে মাঠে নেমে নয় ৷ আইপিএল ফাইনালে ক্রিকেট লাইভ হোস্ট করছি আমি ৷" সে সময়ই এক অনুরাগীর প্রশ্নে আমির জানান, ওইদিনই 'লাল সিং চাড্ডা'-র' ট্রেলার প্রকাশ্যে আনছেন তিনি ৷ প্রথম ইনিংসের দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম-আউটে মুক্তি পাচ্ছে তাঁর ছবির ট্রেলার ৷ জানান 'মিস্টার পারফেরশনিস্ট' ৷