পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলি-জেমিসনের বিখ্যাত ডিউক বলের কাহিনী, সত্যি নাকি গালগল্প ? - dukes ball

আরসিবির নেটে বিরাট কোহলি নাকি কাইল জেমিসনকে ডিউক বলে অনুশীলন করতে চেয়েছিলেন ৷ অধিনায়কের সেই প্রস্তাব নাকচ করে দেন নিউজ়িল্যান্ডের পেসার ৷ সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন জেমিসন ৷

Kyle Jamieson
Kyle Jamieson

By

Published : Jul 2, 2021, 12:04 PM IST

সাউদাম্পটন, 2 জুলাই : বিখ্যাত মানুষ আর তাদের সঙ্গে যুক্ত স্মরণীয় মুহূর্তগুলি নিয়ে প্রচুর কাহিনী শোনা যায় ৷ ক্রীড়াজগতও তার ব্যতিক্রম নয় ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথাই ধরা যাক ৷ বৃষ্টি বিঘ্নিত যে ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাসে ঢুকে পড়েছে নিউজ়িল্যান্ড ৷ টেস্টের 144 বছরের ইতিহাসে প্রথম 'বিশ্বকাপ' বলে কথা ৷ তাকে নিয়ে গল্প ডানা মেলবে না এমনটা হয় না ৷ কিন্তু লোকমুখে শোনা সেই গল্পে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে ৷

নিউজ়িল্যান্ডের পেসার কাইল জেমিসন কিউয়িদের জয়ের অন্যতম কাণ্ডারি ৷ বিরাট কোহলিকে নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি ৷ ফাইনালে কিউয়িদের দীর্ঘদেহী এই বোলার দুটি ইনিংসেই কোহলিকে আউট করেন ৷ এদিকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে একসঙ্গে খেলেন কোহলি ও কাইল জেমিসন ৷ একদিন অনুশীলনের সময় জেমিসনকে ডিউক (ফাইনাল যে বলে খেলা হয়েছে ) বলে নেটে বল করার আহ্বান জানান কোহলি ৷ বিরাটের সেই আহ্বানে সাড়া দেননি জেমিসন ৷ মুখের উপর না করে দেন ৷ আইপিএলে কোহলি-জেমিসন কাহিনীর কোনও প্রমাণিত তথ্য কিন্তু নেই ৷ পুরোটাই শোনা গিয়েছিল ৷

ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই নেটমাধ্যমে হাসির রোল পড়ে যায় ৷ কাইল জেমিসনের উপস্থিত বুদ্ধিতে কোহলি কুপোকাত হয়েছেন, টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার পর এটা ভেবেই আনন্দ পেয়েছিলেন নিউজ়িল্যান্ড সমর্থকরা ৷ ছলচাতুরি করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিটা নাকি আইপিএলের সময় সেরে ফেলতে চেয়েছিলেন বিরাট ৷ কিন্তু জেমিসনের বুদ্ধিতে তা সম্ভব হয়নি ৷ এই মজাদার গল্পটি নাকি রটিয়েছিলেন জেমিসনের সতীর্থ ড্যান ক্রিশ্চিয়ান ৷ তিনিও আরসিবির সদস্য ৷

এতদিন এই গল্পের সত্যতা নিয়ে এতদিন মুখ খোলেননি জেমিসন ৷ মন্তব্য করেননি কোহলিও ৷ তবে ফাইনাল জেতার পর সম্প্রতি একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনাটি অসত্য এবং রংচড়ানো বলে মন্তব্য করেছেন কিউয়ি পেসার ৷ তাঁর কথায় ড্যান ক্রিশ্চিয়ান পুরোপুরি অন্য গল্প বলেছেন ৷ কোহলি আদৌ তেমন কোনও অনুরোধই করেননি ৷ তবে ড্যানের এই রংচড়ানো গল্প যে জেমিসন বেশ উপভোগ করেছেন তাও জানিয়েছেন ৷

আরও পড়ুন : খেলরত্নের জন্য মিতালি ও অশ্বিনের নাম পাঠাবে বিসিসিআই

জেমিসনের কথায়, "ও আমাকে বল করতে বলেনি ৷ আইপিএল শুরুর সময় সেটা ৷ আমরা শুধু ইংল্যান্ড সফর নিয়ে কথা বলছিলাম ৷ আমার কাছে কিছু ডিউক বল আছে সেটা কোহলিকে বলেছিলাম ৷ উত্তরে কোহলি বলেছিল, ওর কাছেও কিছু ডিউক বল আছে ৷" তিনি বলেন, "এরপর ও আমাকে এক সঙ্গে অনুশীলন করার কথা জানিয়েছিল ৷ কিন্তু ওকে বল করার কথা একবারও বলেনি ৷ এক সঙ্গে অনুশীলন করার পিছনে কোনও মতলব ছিল কি না জানা নেই ৷ তবে এই গল্পটা বেশ মজার ৷ ড্যান বেশ রং চড়িয়ে সুন্দর ভাবে কাহিনী পরিবেশন করেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details