মুম্বই, 29 এপ্রিল : কোনও দৈবশক্তি ভর না-করলে 2022 আইপিএলে প্লে-অফের আশা মোটামুটি শেষ নাইটদের ৷ প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে সাড়া জাগিয়ে শুরু করলেও টানা পাঁচ ম্যাচ হেরে আঁধারে কেকেআর ৷ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের কাছে বেগুনি শিবিরের হার 4 উইকেটে ৷ যা পরিস্থিতি তাতে শেষ পাঁচ ম্যাচে জিতে নাইটরা সমীকরণ বদলে দেবে, তেমন আশা রাখছেন না অনুরাগীরা ৷ বাকি দলগুলো নাইটদের সহজে সেই রাস্তা করে দেবে তেমনটা ভাবাও বোকামি ৷
সে যাইহোক, টানা পঞ্চম হারে কলকাতা শিবিরকে ফের জবাব দিয়ে গেলেন প্রাক্তনী কুলদীপ যাদব (Kuldeep Yadav heroics helps DC to beat KKR by 4 wickets) ৷ প্রথম লেগের ম্যাচের পর দ্বিতীয় লেগের ম্যাচেও চার উইকেট নিয়ে পুরনো দলের কোমর ভাঙলেন চায়নাম্যান বোলার ৷ যোগ্য সঙ্গত মুস্তাফিজুর রহমানের ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার 42 (37), নীতিশ রানা 57 (34), রিঙ্কু সিং 23 (16) ছাড়া দু'অঙ্কের ঘরে পৌঁছতে ব্যর্থ বাকিরা ৷ সবমিলিয়ে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 146 রান তোলে দু'বারের চ্যাম্পিয়নরা ৷