মুম্বই, 24 জুলাই: পান্ডিয়া পরিবারে নতুন সদস্যের আগমন ৷ বাবা হলেন ক্রুণাল পান্ডিয়া ৷ এ দিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পঙ্খুরি শর্মার এবং সদ্যজাতের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রুণাল (Krunal Pandya Becomes Father His Wife Pankhurii Sharma Gives Birth A Baby Boy) ৷ তাঁরা ছেলের নাম রেখেছেন কবীর ৷
ক্রুণাল রবিবার দুপুরে তাঁর সবক’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগী এবং পরিচিতদের এই সুখবর জানান ৷ বছর তিনেক আগে ক্রুণাল এবং পঙ্খুরির বিয়ে হয় ৷ এর আগে পান্ডিয়া পরিবারে হার্দিক এবং নাতাশা স্ট্যানকোভিচের ছেলে হয় ৷ হার্দিকের ছেলের নাম অগস্থ্য ৷ প্রসঙ্গত, পঙ্খুরি এবং ক্রুণাল দু’জনের খুবই আদরের হার্দিক-নাতাশার ছেলে ৷ আইপিএলে পান্ডিয়া ব্রাদার দু’টি আলাদা টিমের হয়ে খেলেছিলেন ৷ সেই সময় অগস্থ্য লখনউ সুপার জায়েন্টসের জার্সি পড়ে ক্রুণালের দলকে সমর্থন করেছিল ৷