কলকাতা, 18 ফেব্রুয়ারি : সিএবি'র অনুরোধ সত্ত্বেও প্রথম দু'টি টি-20 তে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি বোর্ড ৷ কেবল ক্লাব সদস্যদের জন্য খুলে দেওয়া হয়েছিল আপার টায়ার ৷ তবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচে বাড়ছে দর্শক সংখ্যা ৷ আর দর্শকদের কথা মাথায় রেখে উদ্যোগী হল কলকাতা মেট্রোও ৷
সাধারণ দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও সিএবি'র আজীবন সদস্য পদাধিকারী, সহযোগী সদস্য, সাম্মানিক সদস্য পদাধিকারীরা ম্যাচ দেখতে আসার অনুমতি পেয়েছেন আগামী রবিবার ৷ আর সে কথা মাথায় রেখেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro announce special service on Sunday for India vs West Indies third T20) ৷