কলকাতা, 29 ডিসেম্বর:ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ডার্বি শেষ হল ড্র-এ । তিন দিনের ম্যাচে জোরে বোলারদের দাপটের সাক্ষী রইল ইডেন । প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ক্লাব 60.4 ওভারে 174 রানে অলআউট হয়েছিল । ইস্টবেঙ্গলের অমিতোজ সিং 49 ছাড়া বড় রান ছিল না । মোহনবাগানের রোহিত কুমার বল হাতে 4 উইকেট নিয়ে লাল হলুদকে কম রানে বেঁধে রাখেন ।
প্রত্যুত্তরে প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারেনি সবুজ মেরুনও ৷ 66.2 ওভারে ব্যাট করে 10 উইকেট খুইয়ে 189 রানে শেষ হয়ে যায় মোহনবাগান এসি । মোহনবাগানের হয়ে 64 রান করেন সুদীপ কুমার ঘরামি । ওপেনিং জুটিতে অঙ্কুর পালের (48 রান) স্থিতধী ব্যাটিংয়ে মোহনবাগান শুরুটা ভালোই করেছিল । কিন্তু অমিত কুইল্যা ও অয়ন ভট্টাচার্য 3টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সের আশা শেষ করে দেন । ম্যাচের রাশ তাও লাল হলুদ বোলারদের হাতেই ছিল ৷ কিন্তু 27 রান অতিরিক্ত দিয়ে সেই রাশ আলগা করে ফেলেন তাঁরা নিজেরাই ।
ইডেনে ক্রিকেট ডার্বি ড্র, জ্বলে উঠলেন ঈশান পোড়েল যার জেরে 189 রানে পৌঁছয় মোহনবাগান । ওপেনিং জুটির ভালো শুরুর পরেও বড় ইনিংস গড়া সম্ভব হয়নি সবুজ-মেরুনের জন্য ৷ তবে প্রথম ইনিংসের লিড নেওয়ার কারণে কাজের কাজটি করে ফেলেছিল তাঁরা । দ্বিতীয় ইনিংসে 73.2 ওভারে 169 রানে অলআউট হয়ে যায় ইস্টবেঙ্গল । সৌরভ পালের হাত থেকে 58 রান এলেও আর কেউই বড় রান করতে পারেননি ।
দাপট দেখালেন লাল হলুদ পেসাররাও মোহনবাগানের বোলিং আক্রমনের নেতৃত্বে ঈশান পোড়েল । 4 উইকেট নিয়ে লাল-হলুদ ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেন তিনি। বাংলার রঞ্জি ট্রফির দল নির্বাচনের দিনে জ্বলে উঠলেন চন্দননগরের পেসার । পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব নির্বাচকদের তাঁকে দলে নেওয়ার ব্যাপারে সন্দিহান করেছিল । দ্বিতীয় ইনিংসে মোহনবাগান এসি 13 ওভারে 1 উইকেটে 94 রান তোলে মোহনবাগান । ফলে তিনদিনের শেষে কলকাতা ক্রিকেট ডার্বি শেষ হল ড্র দিয়েই । ম্যাচের সেরা সুদীপ কুমার ঘরামি প্রথম ইনিংসের অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসেও করেন 39 রান। মোহনবাগান এসি পেল 8 পয়েন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে 2 পয়েন্ট ।
আরও পড়ুন:
- ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি
- বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল হিটম্যানের ভারত, বছর শেষে ফিরে দেখা উত্থান পতনের সফর
- প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই