পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Australia Warm up Game: কোহলির অসাধারণ ফিল্ডিংয়ে ওয়ার্ম আপ ম্যাচে ক্যাঙারু বধ ভারতের - অস্ট্রেলিয়া

সোমবার গাব্বায় টি 20 বিশ্বকাপে (T20 World Cup) নামার আগে ওয়ার্ম আপ ম্যাচে খেলে ভারত ও অস্ট্রেলিয়া ৷ সেখানে ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্যের উদাহরণ তৈরি করলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷

kohlis-fielding-brilliance-brings-australia-on-toes-in-warm-up-fixture
India vs Australia Warm up Game: কোহলির অসাধারণ ফিল্ডিংয়ে ওয়ার্ম আপ ম্যাচে ক্যাঙারু বধ ভারতের

By

Published : Oct 17, 2022, 7:53 PM IST

ব্রিসবেন (অস্ট্রেলিয়া), 17 অক্টোবর: টি-20 বিশ্বকাপ (T20 World Cup) এখনও শুরু হয়নি ৷ তার আগেই ওয়ার্ম আপ ম্যাচে ফিল্ডিংয়ে অসাধারণ দক্ষতার নজির তৈরি করলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ ম্যাচের একেবারে শেষ পর্যায়ে তাঁর করা একটা রান আউট ও একটা ক্যাচই অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে দিল ৷

সোমবার ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ হয় ৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 রানে হারিয়েছে ভারত (India) ৷ হাড্ডাহাড্ডির এই ম্য়াচে একসময় মনে হচ্ছিল সহজেই ভারতের দেওয়া টার্গেট পূরণ করে ফেলবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ কিন্তু 19 তম ওভারে অজি ক্রিকেটার টিম ডেভিড অসাধারণ একটি থ্রোয়ে রান আউট করেন বিরাট ৷

তার শেষ ওভারে মহম্মদ শামির (Md Shami) বলে লং অনে দাঁড়িয়ে একটি ক্যাচও নেন ৷ বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এক হাতে নেওয়া ওই ক্যাচই কার্যত ম্যাচের ভাগ্য বদলে দেয় ৷ ওই বলটি ছয় রান হয়ে গেলে, ম্যাচ অস্ট্রেলিয়াই হয়তো জিতে নিত ৷

এদিনের ম্যাচে ভারতের রান ছিল 186 ৷ 187 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ করেছে ৷ 180-তে ভারতের হয়ে কেএল রাহুল (57) ও সূর্যকুমার যাদব (50) হাফ সেঞ্চুরি করেছেন ৷ বিরাটের রান 19 ৷

আরও পড়ুন:শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের

ABOUT THE AUTHOR

...view details