হায়দরাবাদ, 2 অক্টোবর:অনুশীলন পর্বে না-থাকলেও মঙ্গলবার প্রস্তুতি পর্বের ম্য়াচে দলে থাকতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ অর্থাৎ আগামীকাল গুয়াহাটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গা ঘামাতে পারেন ভারতের রানমেশিন ৷ গত 30 সেপ্টেম্বর বিকেলে ভারতীয় দলের জন্য় একটি ঐচ্ছ্বিক অনুশীলন পর্বের আয়োজন করা হয় এলাকারই একটি কলেজের মাঠে ৷ সেখানে উপস্থিত থাকতে পারেননি বিরাট ৷ একটি বিশেষ ব্য়ক্তিগত কারণে হঠাতই গুয়াহাটি থেকে মুম্বই যাত্রা করেন বিরাট ৷
তবে জানা গিয়েছে, কাজ মিটিয়ে প্রস্তুতি পর্বের ম্য়াচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট ৷ বিসিসিআইয়ের একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, উনি খুব তাড়াতাড়ি ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন ৷ আর প্রয়োজনে তিনি প্রস্তুতি পর্বের ম্য়াচেও ব্যাট হাতে নামতে পারেন ৷ প্রসঙ্গত, এই ঐচ্ছ্বিক অনুশীলন পর্বে শুধু বিরাট নয় দেখা মেলেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ারেরও ৷ তবে জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিনকে অবশ্য় গা ঘামাতে দেখা গিয়েছে ৷