পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: অনুশীলনে না থাকলেও ওয়ার্ম-আপ ম্যাচে ব্যাটে হাতে নামতে পারেন রানমেশিন! - ICC World Cup 2023

ঐচ্ছ্বিক অনুশীলন পর্বে না দেখা গেলেও ওয়ার্ম-আপ ম্যাচে ব্যাটে হাতে নামতে পারেন বিরাট কোহলি ৷ সূত্র মারফত সামনে এল এমনই খবর ৷ বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন বিরাট ৷

ICC World Cup 2023
ওয়ার্ম আপ ম্যাচে খেলতে পারেন বিরাট

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:03 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর:অনুশীলন পর্বে না-থাকলেও মঙ্গলবার প্রস্তুতি পর্বের ম্য়াচে দলে থাকতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ অর্থাৎ আগামীকাল গুয়াহাটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গা ঘামাতে পারেন ভারতের রানমেশিন ৷ গত 30 সেপ্টেম্বর বিকেলে ভারতীয় দলের জন্য় একটি ঐচ্ছ্বিক অনুশীলন পর্বের আয়োজন করা হয় এলাকারই একটি কলেজের মাঠে ৷ সেখানে উপস্থিত থাকতে পারেননি বিরাট ৷ একটি বিশেষ ব্য়ক্তিগত কারণে হঠাতই গুয়াহাটি থেকে মুম্বই যাত্রা করেন বিরাট ৷

তবে জানা গিয়েছে, কাজ মিটিয়ে প্রস্তুতি পর্বের ম্য়াচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট ৷ বিসিসিআইয়ের একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, উনি খুব তাড়াতাড়ি ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন ৷ আর প্রয়োজনে তিনি প্রস্তুতি পর্বের ম্য়াচেও ব্যাট হাতে নামতে পারেন ৷ প্রসঙ্গত, এই ঐচ্ছ্বিক অনুশীলন পর্বে শুধু বিরাট নয় দেখা মেলেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ারেরও ৷ তবে জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিনকে অবশ্য় গা ঘামাতে দেখা গিয়েছে ৷

বুমরা এবং সিরাজ বেশ কিছুক্ষণ বোলিং অনুশীলন করেন ৷ ব্যাটিং অনুশীলন করেন কেএল রাহুল এবং শুভমন গিল ৷ অশ্বিন এবং জাদেজাকেও বেশ কয়েক ওভার হাত ঘোরাতে দেখা গিয়েছে ৷ যদিও ভারতের প্রথম একাদশ কি হতে চলেছে সেটাই এখন দেখার ৷ সূর্য কুমার যাদব কি থাকবেন প্রথম একাদশে নাকি সুযোগ করে নেবেন শ্রেয়স ৷ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তো বলছেন, "যদি কোনওদিন টপ অর্ডার দুরন্ত পারফর্ম করে আপনি কাকে পাঠাবেন শ্রেয়সকে না ওকে(সূর্যকুমারকে)? ও কিন্তু টিমের জন্য় এক্স ফ্যাক্টর হতেই পারে ৷ হার্দিকের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষকে বড় আঘাত করতে পারে ৷"
আরও পড়ুন:সাফল্যের শিখর থেকে ব্যর্থতার গহীন খাদে, প্রথমবার 'ক্যালিপসো'হীন ক্রিকেট বিশ্বকাপ

প্রসঙ্গত, কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া ৷ 2-1 ফলাফলে অজিদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে তারা ৷ আবারও বিশ্বকাপের প্রথম ম্যাচও ভারত খেলবে এই ক্যাঙারু বাহিনির বিরুদ্ধেই ৷ 8 অক্টোবর ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধেই প্রথম ক্রিকেট যুদ্ধে নামবেন বিরাট-রোহিতরা ৷

ABOUT THE AUTHOR

...view details