কেপটাউন, 10 জানুয়ারি : পিঠের ব্যথায় জো'বার্গ টেস্ট থেকে ছিটকে না গেলে কেপটাউনে মঙ্গলবার শততম টেস্টের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন তিনি ৷ সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে চিন্নাস্বামীতে সেই মাইলস্টোন স্পর্শ করবেন ৷ তবে মাইলস্টোন না ছুঁতে পারলেও কোচের কথায় সিলমোহর দিয়ে কেপটাউন টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন বিরাট কোহলি এবং জানিয়ে দিলেন ব্যাটে রানের খরা চললেও বাইরের কথায় কান দিচ্ছেন না তিনি (Virat Kohli attends press conference before Cape Town test) ৷
ওয়ান্ডারার্সের ভুল শুধরে এখনও রেনবো নেশনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার ৷ মঙ্গলবার শুরু অন্তিম টেস্টে একাদশে ফিরতে চলা বিরাটের হাতেই ফের থাকবে দলের ব্যাটন ৷ তার আগে সোমবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর পর প্রথম সাংবাদিক সম্মেলন সারলেন বিরাট ৷ সেখানে তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেই ভারত অধিনায়ক বলেন, "এই প্রথম নয় ৷ কেরিয়ারে এর আগে একাধিকবার আমার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ 2014 ইংল্যান্ড সফরের কথা মনে আছে নিশ্চয় ৷ তাই মানুষ যে চোখ দিয়ে আমায় এখন দেখছে আমি সেই চোখে নিজেকে দেখছি না ৷ আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি এই ভেবেই খুশি ৷"