পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kohli takes Helium Balloon Challenge : প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের আগে অন্য চ্যালেঞ্জের মুখোমুখি কোহলি - হিলিয়াম বেলুন চ্যালেঞ্জ নিতে দেখা গেল ভারতীয় দলের টেস্ট অধিনায়ককে

কয়েকবছরে বেশ জনপ্রিয় হয়েছে হিলিয়াম বেলুন চ্যালেঞ্জ (Helium Balloon Challenge has become quite popular) ৷ বিজ্ঞাপনী শ্যুটিংয়ে সেই চ্যালেঞ্জ নিতে দেখা গেল ভারতীয় দলের টেস্ট অধিনায়ককে ৷

Helium Balloon Challenge
হিলিয়াম বেলুন চ্যালেঞ্জ

By

Published : Dec 22, 2021, 4:38 PM IST

জোহানেসবার্গ, 22 ডিসেম্বর :দু'বছর হয়ে গেল তাঁর ব্যাটে শতরান নেই ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আর দীর্ঘায়িত হচ্ছে বিরাট কোহলির 71তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা ৷ শতরানের দেখা না মিললেও মাঠ মাতাতে এখনও জুড়ি নেই কোহলির ৷ তাঁর ব্যাটিং অবতার বেশিরভাগ বোলারের কাছেই দুঃস্বপ্ন ৷ যদিও শুধু মাঠই নয়, মাঠের বাইরেও অন্যতম সেরা ‘এন্টারটেইনার’ কোহলি ৷

এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর ৷ ইনস্টাগ্রাম, টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের টেস্ট অধিনায়কও বেশ সক্রিয় ৷ বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন, পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে ভরা কোহলির সোশ্যাল মিডিয়া ৷ সেখানেই এবার নতুন অবতারে দেখা গেল তাঁকে ৷ জনপ্রিয় সংস্থা ‘পুমা‘র বিজ্ঞাপনের শ্যুটিংয়ে হিলিয়াম বেলুন চ্যালেঞ্জ নিতে দেখা গেল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে (Kohli takes Helium Balloon Challenge) ৷

গত কয়েকবছরে বেশ জনপ্রিয় হয়েছে ‘হিলিয়াম বেলুন চ্যালেঞ্জ’ (Helium Balloon Challenge has become quite popular) ৷ প্রথমে একটি হিলিয়াম গ্যাস ভরতি বেলুন থেকে খানিকটা গ্যাস মুখে টেনে নিতে হয় ৷ এরপর কথা বলার সময়ই হয় আসল মজা, কারণ হিলিয়াম গ্যাসের প্রভাবে আমূল বদলে যায় গলার স্বর ৷ এই চ্যালেঞ্জ নিয়েই বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কোহলি ৷

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুরু দ্রাবিড়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

সারাক্ষণই বিরাটের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন করেন ফ্যানেরা ৷ সেই প্রশ্নগুলিই করা হল কোহলিকে ৷ হিলিয়াম গ্যাসের প্রভাবে বদলে যাওয়া স্বরে কোহলি জানালেন তিনি ব্ল্যাক ওয়াটার খান কিনা, এখন তিনি কী করছেন বা তাঁর ব্যক্তিগত বিমান আছে কিনা ৷ সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই মাত কোহলির ভক্তরা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details