কলম্বো, 12 সেপ্টেম্বর:আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে রবিবার ফের মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। তাতে পাকিস্তানকেহেলায় হারিয়েছে টিম মেন ইন ব্লু, যার কৃতিত্ব গিয়েছে বিরাট-রাহুলের ওপর ৷ স্বাভাবিকভাবেই ফের ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এখন উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। কোহলি-রাহুলের 233 রানের রেকর্ড পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে 356 রানের বিশাল স্কোর গড়েছিল ভারতীয় দল। কোহলি ও রাহুলের 233 রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে করা রেকর্ড ৷ 1996 সালে পাকিস্তানের বিরুদ্ধে 231 রানের পার্টনারশিপ গড়েছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু ৷
সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 47তম শতরানের মালিক হয়েছেন বিরাট ৷ 94 বলে 122 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। 9টি চার ও 3টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরদিকে, কেএল রাহুল অপরাজিত থাকেন 106 বলে 111 রানের ইনিংস খেলে। 12টি চার ও 2টি ছয় মারেন তিনি। এদিন ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বিরাট কোহলি একাধিক রেকর্ড গড়ছেন। যারমধ্যে অন্যতম হল দ্রুততম 13 হাজার রান করা। তিনি হলেন বিশ্বের দ্রুততম প্লেয়ার যিনি ওডিআই ক্রিকেটে 13 হাজার রান করলেন। তাই ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে।