মুম্বই, 15 জুন : অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু সিরিজ শুরুর প্রাক্কালে কুঁচকির চোটে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কান্নুর লোকেশ রাহুল ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব়িহ্যাবের মধ্যে দিয়ে ফিট প্রমাণ করে ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার কথা ছিল দক্ষিণী ক্রিকেটারের ৷ কিন্তু সেই সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে ৷ রাহুলের কুঁচকির চোট পুরোপুরি সারেনি ৷ ফলত আগামী মাসের শুরুতে বেন স্টোকদের বিরুদ্ধে সেদেশে গিয়ে অবশিষ্ট একমাত্র টেস্টটি খেলা হচ্ছে না ওপেনিং ব্যাটারের (KL Rahul to miss only test in England) ৷
ঋষভ পন্থ বাদে টেস্ট স্কোয়াডের সকল ক্রিকেটাররা বৃহস্পতিবার বার্মিংহ্যাম টেস্ট খেলতে দেশ ছাড়ছেন ৷ সেই স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেএল রাহুল ৷ কিন্তু এখনও সুস্থ না-হওয়ায় ইংল্যান্ডগামী বিমানে ওঠা হচ্ছে না লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের ৷ অর্থাৎ, রাহুলকে ছাড়াই বার্মিংহ্যাম টেস্টে মাঠে নামতে হবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ৷