পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KL rahul's Century : রাহুলের সেঞ্চুরিতে ডগমগ 'গার্লফ্রেন্ড' আথিয়া, শুভেচ্ছা সুনীল শেট্টিরও - রাহুলের সেঞ্চুরি

তাহলে কি প্রেমের সম্পর্কে শিলমোহর দিয়ে দিলেন রাহুল-আথিয়া ? ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুলের সেঞ্চুরির পর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সুনীল শেট্টিও ৷

KL rahul's Century
KL rahul's Century

By

Published : Aug 13, 2021, 10:58 AM IST

লন্ডন, 13 অগস্ট : তাঁদের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে ৷ সরাসরি সম্পর্ক নিয়ে মুখ না খুললেও লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে আন্দাজ পাওয়াই যায় ৷ ঠিক সেভাবেই আরও একবার লোকেশ রাহুলের প্রতি ভালোবাসা ব্যক্ত করলেন তাঁর বান্ধবী আথিয়া শেট্টি ৷ গতকাল ঐতিহাসিক লর্ডসের মাঠে শতরান হাঁকিয়েছেন রাহুল ৷ আর হোটেল রুমে বসে বয়ফ্রেন্ডের জন্য গলা ফাটালেন আথিয়া ৷ টিভিতে রাহুলের সেঞ্চুরির মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করলেন ৷ রাহুলকে ট্যাগ করে দিলেন হার্ট ইমোজি ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিন সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন লোকেশ রাহুল ৷ দীর্ঘ সাতবছর পর লর্ডসের মাঠে কোনও ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটে শতরান এল ৷ তাঁর সেঞ্চুরির দৌলতেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রান গড়ার দিকে এগোচ্ছে ভারত ৷ রাহুলের এই সাফল্যে ভীষণ খুশি আথিয়া ৷ শুধু আথিয়াই নন, ডানহাতি ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন আথিয়ার বাবা তথা অভিনেতা সুনীল শেট্টিও ৷ টুইটার ও ইনস্টাগ্রামে রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল ৷ সেঞ্চুরির ভিডিয়ো পোস্ট করে লেখেন, "ক্রিকেটের মক্কায় সেঞ্চুরি ৷ দারুণ খেলেছ ৷"

আরও পড়ুন : Sourav Ganguly : খেলোয়াড়, অধিনায়কের পর লর্ডসের মাঠে প্রশাসক সৌরভ ; আবেগতাড়িত মহারাজ

আর এতে বেশ মজা পেয়েছে নেটিজেনরা ৷ রাহুলের সেঞ্চুরি নিয়ে বাবা-মেয়ের শুভেচ্ছা বার্তা কি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে ? নেটিজেনরা বলছেন, "শ্বশুরমশাই (সুনীল) তো খুব খুশি ৷ তাহলে আর কি ৷ সম্বন্ধ তো পাকা হয়েই গেল ৷" রাহুলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছেন আথিয়া ৷ বিরাট কোহলি, অনুষ্কা শর্মাদের সঙ্গে একসঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন দুজনে ৷ লন্ডনের গ্রীষ্মে জমিয়ে প্রেম করেছেন ৷ বোঝাই যাচ্ছে, প্রথমদিকে লুকোছাপা করলেও বর্তমানে প্রেমের সম্পর্কে শিলমোহর দিতে চাইছেন আথিয়া-রাহুল ৷

ABOUT THE AUTHOR

...view details