মুম্বই, 2 নভেম্বর : তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ তো নেইই, উল্টে টি-20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে টিম ইন্ডিয়ার অন্দরে গুমোট পরিবেশ ৷ আশা এখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি ৷ তবে মিরাকল কিছু না ঘটলে কোহলি ব্রিগেডের সেমিফাইনাল অনিশ্চিত ৷ এমতাবস্থায় বিশ্বকাপ পরবর্তী ঘরের মাঠে নিউজিল্য়ান্ড সিরিজের জন্য বড়সড় আপডেট পাওয়া গেল বিসিসিআই মারফৎ ৷
সংবাদসংস্থা এএনআই'কে বোর্ডের এক আধিকারিক যা আভাস দিলেন, তাতে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরে সিনিয়রদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল ৷ বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক বলেন, "নিউজিল্য়ান্ড সিরিজে সিনিয়রদের বিশ্রামের প্রয়োজন ৷ আর এখানে রাখঢাকের কোনও জায়গা নেই ৷ রাহুল যেহেতু ভারতের টি-20 পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ তাই সে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ৷"