পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rahul Hits Ton : দুরন্ত রাহুল, বক্সিং-ডে টেস্টে শতরান এল ডেপুটির ব্যাটে - ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল

সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে টস জিতে প্রথমে ব্য়াটিং করছে ভারত ৷ ব্যক্তিগত 60 রানের মাথায় ময়াঙ্ক আউট হলেও সেঞ্চুরি হাঁকালেন রাহুল (KL rahul hits century on Boxing Day Test) ৷

KL rahul hits century
কেএল রাহুল

By

Published : Dec 26, 2021, 8:00 PM IST

Updated : Dec 26, 2021, 8:32 PM IST

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর :বিদেশের মাটিতে দুরন্ত লোকেশ রাহুল ৷ গত অগস্টে লর্ডসের সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে রাহুলের ব্যাটে এল দুর্ধর্ষ শতরান ৷ রবিবার সুপার স্পোর্ট পার্কে বক্সিং ডে টেস্টের প্রথমদিনেই সেঞ্চুরি হাঁকালেন রাহুল (KL rahul hits century on Boxing Day Test) ৷ কর্নাটকী ব্যাটারের টেস্ট কেরিয়ারের এটি সপ্তম শতরান ৷

ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান পার করেছিল ভারত ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 60 রানের মাথায় ময়াঙ্ক আউট হলেও বক্সিং-ডে টেস্টে সফল কোহলির ডেপুটি ৷ সচিন, সেহবাগ, রাহানে, বিরাট, পুজারার পর ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে বক্সিং-ডে টেস্টে শতরানের গণ্ডি পেরোলেন তিনি ৷

2018 সালের দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থ রাহুলের ব্যাটেই এগোচ্ছে ভারত ৷ ওই সফরে দুই ম্যাচের চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 30 রান ৷ প্রায় প্রত্যেক ইনিংসেই উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি ৷

আরও পড়ুন : India-South Africa Boxing-Day Test : ময়াঙ্ক-রাহুলের দাপটে সেঞ্চুরিয়নে একশো পার ভারতের

যদিও রাহুল-ময়াঙ্কের সাফল্যের দিনে আবার ব্যর্থ পূজারা-কোহলি ৷ এই নিয়ে চলতি বছরে তিনবার শূন্য রানে ড্রেসিংরুমে ফিরলেন পূজারা ৷ এনগিডির বলে আউট হন তিনি ৷ অন্যদিকে বড় রান করতে ব্যর্থ কোহলিও ৷ ব্যক্তিগত 35 রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক ৷

Last Updated : Dec 26, 2021, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details