মুম্বই, 7 সেপ্টেম্বর: মন দেওয়া-নেওয়ার পালা শেষ ৷ এবার বিয়ের পিঁড়িতে জাতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ৷ অভিনেতা সুনীল শেট্টির (Sunil Shetty) কন্যা আথিয়া শেট্টির সঙ্গে দীর্ঘদিন ধরেই যে তিনি সম্পর্কে রয়েছেন, সে কথা অজানা নয় অনুরাগীদের ৷ দক্ষিণী ক্রিকেটারের হয়ে গলা ফাটাতে একাধিকবার টিম ইন্ডিয়ার ম্যাচে গ্যালারিতে একসঙ্গে দেখা গিয়েছে সুনীল-আথিয়াকে ৷ এবার সুনীল-কন্যার সঙ্গে রাহুলের সম্পর্কে সিলমোহর পড়তে চলেছে পাকাপাকিভাবে ৷ বিসিসিআই'য়ের এক বিশ্বস্ত সূত্র সম্প্রতি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই অভিনেত্রীর সঙ্গে চার হাত এক হচ্ছে কেএল রাহুলের (KL Rahul and Athiya Shetty set to marry next year) ৷
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2023-এর জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন রাহুল এবং আথিয়া ৷ বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট মোতাবেক কোন পাঁচতারা হোটেল কিংবা ওয়েডিং ডেস্টিনেশনে নয়, সুনীল শেট্টির খান্ডালার বাংলোতেই রাহুলের গলায় মালা দেবেন আথিয়া ৷