পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dravid backs KL Rahul : দুই সিরিজে হারেও রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন দ্রাবিড় - Team India digest first ever ODI series whitewash in SA

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় রবিবার স্বীকার করেছেন যে তাঁর দল "গুরুত্বপূর্ণ সময়ে স্মার্ট ক্রিকেট" খেলেনি ৷ তবে আগামী দিনে নেতা হিসাবে আরও ভাল হওয়ার জন্য বিপর্যস্ত কেএল রাহুলকে সমর্থন করেছেন (Dravid backs KL Rahul)।

Dravid backs KL Rahul
দুই সিরিজে হারেও রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন দ্রাবিড়

By

Published : Jan 24, 2022, 11:53 AM IST

কেপটাউন, 24 জানুয়ারি : টেস্ট সিরিজ হারের পর ম্যান্ডেলার দেশ থেকে এই প্রথম ওয়ান-ডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরছে টিম ইন্ডিয়া (Team India digest first ever ODI series whitewash in SA) ৷ নিউল্যান্ডসে নিয়মরক্ষার ম্যাচে হারের পরেই ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় কার্যত স্বীকার করেছেন যে তাঁর দল ‘গুরুত্বপূর্ণ সময়ে স্মার্ট ক্রিকেট’ খেলতে ব্যর্থ ৷ যদিও সিরিজ হারলেও ক্যাপ্টেন কেএল রাহুলের পাশেই দাঁড়িয়েছেন কোচ ৷ জানিয়ে দিয়েছেন, আগামী দিনে আরও ভাল নেতৃত্ব দেবেন কেএল (KL did a decent job, will learn and get better says Dravid) ৷

দ্রাবিড় বলেন, ‘‘রাহুল সবে মাত্র শুরু করছে ৷ আমি মনে করি ও খুব ভাল কাজ করেছে । অধিনায়ক হিসেবে ক্রমাগত উন্নতি করবে ৷ যদিও ভারত যে তিনটি ওয়ানডে হেরেছে তার সবকটিতেই খেলোয়াড়দের দক্ষতার অভাব ছিল ।’’ 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ৷ তার আগে দ্রুত ভুল শুধরে ছন্দে ফেরাতে হবে দলকে ৷ ফলে ‘দ্য ওয়াল’ এর কাজটা যথেষ্ট কঠিন ৷

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় প্রথম হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে ভারত

প্রথম দু'ম্যাচে হারের পর নিউল্যান্ডসে দলে একাধিক পরিবর্তন করেছিল ‘মেন ইন ব্লু’ ৷ দলে এসেছিলেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ৷ বসানো হয়েছিল ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমারদের ৷ তাতেও জয় আসেনি ৷ ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরীক্ষার মুখে রাহুলের ছেলেরা ৷

ABOUT THE AUTHOR

...view details