মুম্বই, 26 মার্চ : ওয়াংখেড়েতে পঞ্চদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতলেন নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ার ৷ টস জিতে গতবারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল নাইটরা (KKR win the toss and elect to field first) ৷ ইয়েলো আর্মির বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন বিদেশি নিয়ে মাঠে নামল নাইটরা ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের পাশাপাশি পার্পল জার্সিতে অভিষেক হল আজিঙ্কা রাহানে এবং স্যাম বিলিংসের ৷ তবে বিলিংস নয়, উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন শেলডন জ্যাকসন ৷
অধিনায়ক রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বে পঞ্চদশ সংস্করণের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস যদিও নামছে চার বিদেশি নিয়েই ৷ নাইটদের বিরুদ্ধে নবাগত ডেভন কনওয়ে, ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে এবং মিচেল স্যান্টনারকে দলে রেখেছে চারবারের চ্যাম্পিয়নরা ৷ টস জিতে নাইট দলনায়ক শ্রেয়স বলেন, "এই মাঠে রান তাড়া করেই সাফল্যের হার বেশি ৷ তাছাড়া পরেরদিকে শিশিরও একটা ফ্যাক্টর ৷ সেই কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত ৷"