পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: কেকেআরের পার্সে মাত্র 7 কোটি, মিনি অকশনের আগে সবচেয়ে ধনী হায়দরাবাদ - SRH released Kane Williamson and Nicholas Pooran

মঙ্গলবার আইপিএলের সবক'টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা করল ৷ এরপর যা পরিস্থিতি তাতে ডিসেম্বরে সবচেয়ে বেশি টাকা পার্সে নিয়ে মিনি নিলামে অংশ নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), পক্ষান্তরে নাইট রাইডার্সের ঝুলিতে পড়ে সবচেয়ে কম 7 কোটি টাকা (KKR will go to the mini auction with 7 crores) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 15, 2022, 10:43 PM IST

মুম্বই, 15 নভেম্বর:আগামী মাসে কোচিতে বসছে মিনি অকশনের আসর ৷ তার আগে মঙ্গলবার আইপিএলের সবক'টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা করল ৷ এরপর যা পরিস্থিতি তাতে ডিসেম্বরে সবচেয়ে বেশি টাকা পার্সে নিয়ে মিনি নিলামে অংশ নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ, পক্ষান্তরে নাইট রাইডার্সের ঝুলিতে পড়ে সবচেয়ে কম 7 কোটি টাকা (KKR will go to the mini auction with 7 crores) ৷

ডেডলাইন ডে'তে এসে সানরাইজার্স উল্লেখযোগ্যভাবে ছেড়ে দিল তাদের প্রাক্তন দলনায়ক কেন উইলিয়ামস এবং ক্যারিবিয়ান স্টাম্পার-ব্যাটার নিকোলাস পুরানকে (SRH released Kane Williamson and Nicholas Pooran) ৷ সবমিলিয়ে সওয়া 42 কোটি টাকা পার্সে নিয়ে আগামী মাসে নিলামের আগে সবচেয়ে ধনী অরেঞ্জ ব্রিগেড ৷ এই টাকায় সর্বাধিক 13 জন ক্রিকেটার কিনতে পারবে তারা ৷ অন্যদিকে ট্রেডিং উইন্ডোতে শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং রহমনুল্লাহ গুরবাজকে দলে নিয়ে সবচেয়ে কম টাকা পকেটে নিলামে নামছে কেকেআর ৷

শাহরুখের দলের ঝুলিতে মিনি অকশনের আগে পড়ে মাত্র 7 কোটি 5 লক্ষ টাকা ৷ এই সামান্য অর্থে 11 জন ক্রিকেটারকে কিনতে হবে তাদের ৷ রিটেনশন এবং ট্রেডিং উইন্ডোর পর পঞ্জাবের ঝুলিতে রয়েছে দ্বিতীয় সর্বাধিক 32 কোটি টাকা ৷ অবশ্য মঙ্গলবার আরও একটি বিষয়ে ধাক্কা খেয়েছে নাইটরা ৷ ঠাসা ক্রীড়াসূচিতে ক্লান্ত অজি স্পিডস্টার প্য়াট কামিন্স এবং ইংরেজ উইকেটরক্ষক স্যাম বিলিংস 2023 আইপিএল থেকে নাম প্রত্য়াহার করেছেন ৷

আরও পড়ুন:নাইট শিবিরে শার্দূল, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স ও বিলিংস

পাশাপাশি উল্লেখযোগ্যভাবে সিএসকে নিলামের আগে ছেড়ে দিয়েছে তাদের 'চ্যাম্পিয়ন' অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo released by CSK) ৷ অন্যদিকে ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে শিখর ধাওয়ানকে নেতৃত্বের দায়ভার সঁপে দিয়েছে প্রীতির পঞ্জাব ৷ কায়রন পোলার্ডকে রিলিজ দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷ বলা ভালো আইপিএল থেকে অবসর নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷

ABOUT THE AUTHOR

...view details