পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023 Auction: সবচেয়ে কম টাকা নিয়ে শুক্রে মিনি অকশনে নাইটরা, পার্পল ব্রিগেডের নজর থাকবে যে দিকে - Rahmanullah Gurbaz

শুক্রবার কোচিতে 2023 আইপিএলের মিনি নিলাম ৷ সবচেয়ে কম অর্থ নিয়ে সেই নিলামে অংশ নিচ্ছে কেকেআর (KKR to participate IPL mini auction tomorrow with lowest purse) ৷

IPL 2023 Auction
ফাইল ছবি

By

Published : Dec 22, 2022, 11:09 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: তিন বিদেশি-সহ স্কোয়াডে প্রয়োজন আরও 11 জন ক্রিকেটার ৷ অথচ দশ দলের মধ্যে তাদের পার্সে রয়েছে সবচেয়ে কম 7.05 কোটি টাকা (KKR to participate IPL mini auction tomorrow with lowest purse) ৷ শুক্রবার কোচিতে 2023 আইপিএলের মিনি নিলামের (IPL 2023 Auction) আগে তাই নাইট অনুরাগীদের সঙ্গী কেবল উৎকণ্ঠা ৷

এমতাবস্থায় কী হতে পারে নাইটদের স্ট্র্যাটেজি:স্কোয়াডে একমাত্র স্টাম্পার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ৷ যে কি না, এখনও ফ্র্য়াঞ্চাইজি লিগে আত্মপ্রকাশের অপেক্ষায় ৷ এমতাবস্থায় স্বল্প দামে ভালো উইকেটরক্ষক ব্যাটারের সন্ধানে পার্পল ব্রিগেড ৷ শুধু কি তাই? রিটেইনড তিন বিদেশি ক্রিকেটারের (টিম সাউদি, সুনীল নারিন, আন্দ্রে রাসেল) বাইরে গিয়ে আরও তিন বিদেশি ক্রিকেটার নেওয়া বাকি ৷ উইকেটরক্ষার পাশাপাশি ওপেনিং ব্য়াটার হিসেবে যদি গুরবাজ একাদশে অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে ওপেনিং পার্টনারের অভাবে ভুগত হবে তাঁকে ৷

সেক্ষেত্রে নারায়ণ জগদীশন, বিভ্রান্ত শর্মা, শুভম খাজুরিয়া, রোহন কুন্নুম্মাল এবং পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল অপশন হতে পারেন ৷ তবে ময়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) নিয়ে 'ধনী' ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দড়ি টানাটানি চলবে বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে ময়াঙ্ককে পাওয়ার স্বপ্ন হয়তো অধরাই রয়ে যাবে কেকেআর-এর ৷

কতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন আগামিকালের নিলামে: 273 জন ভারতীয় এবং 132 জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মিনি অকশন ৷ তবে সর্বাধিক 87 জন ক্রিকেটারের ভাগ্য খুলবে, যার মধ্যে 30 জন হবেন বিদেশি ৷

আরও পড়ুন:নামেই মিনি, 405 ক্রিকেটারকে নিয়ে 23 নভেম্বর আইপিএলের 'গ্র্যান্ড' অকশন

নজর থাকবে যাদের দিকে:বেন স্টোকস, ক্যামেরন গ্রিন, স্যাম কারেন, ময়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরানের মতো উল্লেখযোগ্য তারকারা অংশ নিচ্ছেন আগামিকালের নিলামে ৷

কোথায়, কখন হবে এই নিলাম: এই প্রথম আইপিএল নিলাম অনুষ্ঠিত হচ্ছে কোচিতে ৷ দুপুর 2টো 30 মিনিটে শুরু হবে নিলামপর্ব ৷

ABOUT THE AUTHOR

...view details