হায়দরাবাদ, 22 ডিসেম্বর: তিন বিদেশি-সহ স্কোয়াডে প্রয়োজন আরও 11 জন ক্রিকেটার ৷ অথচ দশ দলের মধ্যে তাদের পার্সে রয়েছে সবচেয়ে কম 7.05 কোটি টাকা (KKR to participate IPL mini auction tomorrow with lowest purse) ৷ শুক্রবার কোচিতে 2023 আইপিএলের মিনি নিলামের (IPL 2023 Auction) আগে তাই নাইট অনুরাগীদের সঙ্গী কেবল উৎকণ্ঠা ৷
এমতাবস্থায় কী হতে পারে নাইটদের স্ট্র্যাটেজি:স্কোয়াডে একমাত্র স্টাম্পার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ৷ যে কি না, এখনও ফ্র্য়াঞ্চাইজি লিগে আত্মপ্রকাশের অপেক্ষায় ৷ এমতাবস্থায় স্বল্প দামে ভালো উইকেটরক্ষক ব্যাটারের সন্ধানে পার্পল ব্রিগেড ৷ শুধু কি তাই? রিটেইনড তিন বিদেশি ক্রিকেটারের (টিম সাউদি, সুনীল নারিন, আন্দ্রে রাসেল) বাইরে গিয়ে আরও তিন বিদেশি ক্রিকেটার নেওয়া বাকি ৷ উইকেটরক্ষার পাশাপাশি ওপেনিং ব্য়াটার হিসেবে যদি গুরবাজ একাদশে অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে ওপেনিং পার্টনারের অভাবে ভুগত হবে তাঁকে ৷
সেক্ষেত্রে নারায়ণ জগদীশন, বিভ্রান্ত শর্মা, শুভম খাজুরিয়া, রোহন কুন্নুম্মাল এবং পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল অপশন হতে পারেন ৷ তবে ময়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) নিয়ে 'ধনী' ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দড়ি টানাটানি চলবে বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে ময়াঙ্ককে পাওয়ার স্বপ্ন হয়তো অধরাই রয়ে যাবে কেকেআর-এর ৷