বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : দু'দিনের রোমাঞ্চের পরিসমাপ্তি (KKR squad at a glance after mega auction) ৷ 2022 আইপিএলে নিলামের হাটে-বাজারে বিকোলেন 204জন ক্রিকেটার ৷ সাড়ে 500 কোটিরও কিছু বেশি অর্থে 107 জন ভারতীয় ক্রিকেটার এবং 67 জন বিদেশি ক্রিকেটার গেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ৷ সুরেশ রায়না, স্টিভ স্মিথ, ইশান্ত শর্মারা যেমন দল না পেয়ে হতাশ করলেন, তেমনই কোনও কোনও ক্রিকেটার বিকোলেন অপ্রত্যাশিত দামে ৷
গতকাল প্রথম ঘণ্টায় প্যাট কামিন্স (7.25 কোটি), শ্রেয়স আইয়ারকে (12.25 কোটি) তুলে চমকে দেওয়া নাইট শিবির হতাশ করেছিল দিনের বাকি সময়টা ৷ শেলডন জ্যাকসন, শিবম মাভিদের শেষবেলায় তুলে নিলেও বোলিং বিভাগ এবং উইকেটরক্ষক বিভাগে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি রয়েই গিয়েছিল ৷ দ্বিতীয়দিনের শুরুটা অজিঙ্ক রাহানে নিয়ে শুরু করে পার্পল ব্রিগেড ৷ এরপর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পার্সে থাকা অর্থের সঙ্গতি রক্ষা করেই ধীরে-ধীরে গুছিয়ে নেয় নাইট শিবির ৷
12.65 কোটিতে দ্বিতীয়দিন শুরু করা কেকেআরের ভাঁড়ারে দিনের শেষে স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, উমেশ যাদব, টিম সাউদির মতো নাম ৷ এমনকি চেন্নাই, পঞ্জাব, মুম্বইয়ের সঙ্গে 25জন ক্রিকেটার কেনার সর্বাধিক কোটা পূর্ণ করেছে শাহরুখ খানের দল ৷ সবমিলিয়ে নিলাম শেষে নাইট অনুরাগীরা মেগা নিলাম শেষে দাবি করতেই পারেন 'করব লড়ব জিতব রে...' ৷