পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR New Jersey : রংয়ের উৎসবে মাতলেন রাহানেরা, দোল পূর্ণিমায় নয়া জার্সি আত্মপ্রকাশ নাইটদের

আগামী 26 মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পার্পল ব্রিগেড (KKR will play the opening match of 2022 IPL against CSK) ৷ যা গতবারের ফাইনালের পুনরাবৃত্তি ৷

KKR New Jersey
রঙের উৎসবে মাতলেন রাহানেরা, দোলপূর্ণিমায় নয়া জার্সি আত্মপ্রকাশ নাইটদের

By

Published : Mar 18, 2022, 3:45 PM IST

মুম্বই, 18 মার্চ : বিশেষ দিনে অনুরাগীদের বিশেষ উপহার নাইট শিবিরের ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে হাতে সময় মাত্র দিন সাতেকের ৷ তার আগে রংয়ের উৎসবের দিন সকালে 2022 আইপিএলের নয়া জার্সি উন্মোচন করল কলকাতা নাইট রাইডার্স শিবির (KKR revealed their new jersey for 2022 IPL) ৷ সিইও ভেঙ্কি মাইসোর এবং নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাত ধরে আত্মপ্রকাশ করল নাইটদের নতুন মরশুমের জার্সি ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ সেশনে নাইটদের নতুন জার্সি প্রকাশ পায় দোলের দিন সকালে ৷ পরিচিত বেগুনি এবং সোনালি রঙের ছোঁয়া অটুট থাকলেও নাইটদের নয়া জার্সিতে সামান্য বদল এসেছে ৷ যেখানে আগের তুলনায় সোনালি রংয়ের আধিক্য চোখে পড়ছে ৷ সোশ্যাল মিডিয়ার নতুন জার্সি লঞ্চের ভিডিও প্রকাশ করে অনুরাগীদের উদ্দেশ্যে কেকেআর লেখে, "আপনারা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন ৷ সেই মুহূর্ত অবশেষে হাজির ৷ সামনে এল 2022 মরশুমে কেকেআরের জার্সি ৷"

নয়া জার্সি পরিহিত নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ারের ফটোসেশনের ছবিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ এদিকে মুম্বইয়ে নাইট শিবিরে রং খেলায় মাতলেন আজিঙ্কা রাহানে, শিবম মাভিরা ৷ সেই ছবিও শেয়ার করা হয় অফিসিয়াল সামাজিক মাধ্যমগুলোতে ৷

আরও পড়ুন : ‘বিরাট’ ব্যাটন ডুপ্লেসির কাঁধে, নয়া আরসিবি নেতাকে শুভেচ্ছা কোহলির

গত 14 মার্চ মুম্বইয়ে শিবির শুরু হয়েছে নাইটদের ৷ আগামী 26 মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পার্পল ব্রিগেড (KKR will play the opening match of 2022 IPL against CSK) ৷ যা গতবারের ফাইনালের পুনরাবৃত্তি ৷ ইতিমধ্যেই শিবিরে যোগ দিয়েছেন কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, ইংরেজ স্টাম্পার-ব্যাটার স্যাম বিলিংস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details