পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR Probable XI : চিন্তায় ওপেনিং, উদ্বোধনী ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ একনজরে - KKR Probable XI against CSK in the opening match of IPL 2022

রবীন্দ্র জাদেজা নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে পার্পল ব্রিগেডের প্রথম এগারো, সে ব্যাপারে একটা ধারণা দেওয়া যেতেই পারে (KKR Probable XI against CSK in the opening match of IPL 2022) ৷

KKR Probable XI
চিন্তায় ওপেনিং, উদ্বোধনী ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ একনজরে

By

Published : Mar 26, 2022, 4:16 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ : প্রতীক্ষার আর কিছুক্ষণ ৷ তারপরেই আইপিএলের পঞ্চদশ সংস্করণের ঢাকে কাঠি ৷ 2022 দশ দলীয় টুর্নামেন্টে বদল এসেছে ফর্ম্যাটে ৷ সর্বোপরি হাতেগোনা কয়েকজনকে রিটেইন করা হলেও মেগা নিলামের জেরে গতবছরের তুলনায় আমুল পরিবর্তন এসেছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে ৷ তাই 2021 ফাইনালের পুনরাবৃত্তি হলেও 2022 আইপিএলের উদ্বোধনী ম্য়াচকে গতবছরের দাঁড়িপাল্লায় ওজন করা মূর্খামি হবে ৷

তবে রবীন্দ্র জাদেজা নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে পার্পল ব্রিগেডের প্রথম এগারো, সে ব্যাপারে একটা ধারণা দেওয়া যেতেই পারে (KKR Probable XI against CSK in the opening match of IPL 2022) ৷ শুভমান গিল না-থাকায় ওপেনিং জট কাটানো চ্যালেঞ্জ নাইটদের কাছে ৷ সেক্ষেত্রে গত মরশুমের আবিষ্কার ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হতে পারেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে ৷ অ্যারন ফিঞ্চ প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারবেন না ৷ তাই প্রথম কয়েক ম্যাচে নাইটদের হয়ে এই দুই ব্যাটারকে ইনিংসের গোড়াপত্তন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

ব্যাটিং অর্ডারে এরপর যথাক্রমে নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং বহু যুদ্ধের সৈনিক নীতিশ রানা ৷ উইকেটরক্ষক পজিশনও এককথায় নড়বড়ে নাইটদের ৷ তবে শুরুতে সম্ভবত ইংরেজ স্টাম্পার-ব্যাটার স্যাম বিলিংসেই আস্থা রাখছে ম্যানেজমেন্ট ৷ শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে তেমনটাই ৷ বিরাট কোনও অঘটন ছাড়া দ্রে রাস, সুনীল নারিন খেলছেনই ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন : কোয়ারেন্টাইনে সাউদি, জাড্ডুর চেন্নাইকে হারাতে ম্যাককালামের ভরসা ভারতীয় বোলিং ব্রিগেড

ফিঞ্চের পাশাপাশি অজি স্পিডস্টার প্যাট কামিন্সকেও প্রথম পাঁচ ম্যাচে পাচ্ছে না নাইটরা ৷ টিম সাউদি এখনও নিভৃতাবাসে ৷ তাই পেস বিভাগে অভিজ্ঞ উমেশ যাদবের সঙ্গে শিবম মাভি শুরু করতে পারেন একাদশে ৷ নারিনের সঙ্গে স্পিন বিভাগে শক্তি বাড়াবেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ সেক্ষেত্রে দলে চতুর্থ বিদেশি হিসেবে শিকে ছিঁড়তে পারে শ্রীলঙ্কান বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের ৷

একনজরে সম্ভাব্য নাইট একাদশ :ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, চামিকা করুণারত্নে, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details