মুম্বই, 10 এপ্রিল : কেকেআর বোলারদের সাধারণস্তরে নামিয়ে এনে রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে রানের পাহা়ড়ে চড়ল দিল্লি ক্যাপিটালস ৷ দুই ওপেনারের ঝোড়ো অর্ধশতরানে সঙ্গ দিলেন বাকিরাও ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পার্পল ব্রিগেডকে 216 রানের লক্ষ্যমাত্রা দিল ঋষভ পন্থের দিল্লি (KKR need 216 runs to win against DC) ৷
ম্যাচের ফল কী হবে জানা নেই, তবে পৃথ্বী-ওয়ার্নারদের সাবলীল ব্যাটিং দেখার পর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তে শ্রেয়স আইয়ার পস্তাবেন নিশ্চয় ৷ শুরু থেকেই এদিন ব্র্যাবোর্নে ঝড় তোলেন দারুণ ফর্মে থাকা পৃথ্বী শ ৷ যোগ্য সহায়তা করেন অভিজ্ঞ ওয়ার্নার ৷ প্রথম ম্যাচে রান না-পেলেও নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচেই উজ্জ্বল অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বজয়ের নায়ক ৷ 6টি চার, 2টি ছয়ে 45 বলে 61 রান এল ওয়ার্নারের ব্যাটে (David Warner hits 61 runs from 45 balls) ৷ আরও বিধ্বংসী পৃথ্বী করলেন মাত্র 29 বলে 51 (Prithvi Shaw scored 51 runs from just 29) ৷ ভারতীয় ওপেনারের ইনিংসে ছিল 7টি চার, 2টি ছক্কা ৷ দুই ওপেনারের 93 রানের ওপেনিং জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷