দুবাই, 26 অক্টোবর: আসমুদ্র-হিমাচল তো বটেই ৷ গত রবিবাসরীয় মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির মহাকাব্যিক ইনিংসের ঘোর এখনও কাটেনি ক্রিকেট বিশ্বের ৷ এরই মধ্যে বৃহস্পতিবার সুপার 12-এর দ্বিতীয় ম্য়াচে নেদারল্যান্ডস চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে ৷ তার আগে মেলবোর্নে ম্যাচ জেতানো ইনিংসের পুরস্কার পেয়ে গেলেন কোহলি ৷ ব়্যাংকিং'য়ে পাঁচ ধাপ উন্নতি করে ফের প্রথম দশে চলে এলেন 'পাক বধ'-এর নায়ক (King Kohli storms into top ten at T20I batters list) ৷
গত সপ্তাহে প্রকাশিত ব়্যাংকিং'য়ে টি-20 ব্যাটারদের তালিকায় 14তম স্থানে ছিলেন ৷ বুধবার প্রকাশিত ব়্যাংকিং'য়ে বিরাট রয়েছেন ন'নম্বরে (Virat Kohli holds number 9 position in latest rankings) ৷ রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে পাক বোলারদের সংহার 53 বলে 82 রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কোহলির ইনিংসের সৌজন্যেই বাবরদের বিরুদ্ধে স্মরণীয় জয় হাসিল করে রোহিত অ্যান্ড কোং ৷