পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 26, 2022, 4:08 PM IST

ETV Bharat / sports

Virat Kohli: বাবরদের বিরুদ্ধে মহাকাব্যিক ইনিংসের জের, ব়্যাংকিংয়ে প্রথম দশে প্রত্যাবর্তন 'কিং কোহলি'র

গত সপ্তাহে প্রকাশিত ব়্যাংকিং'য়ে টি-20 ব্যাটারদের তালিকায় 14তম স্থানে ছিলেন কোহলি (Virat Kohli) ৷ বুধবার প্রকাশিত ব়্যাংকিং'য়ে বিরাট রয়েছেন ন'নম্বরে (Virat Kohli holds number 9 position in latest T20 rankings) ৷

Virat Kohli
বাবরদের বিরুদ্ধে মহাকাব্যিক ইনিংসের জের, প্রথম দশে প্রত্যাবর্তন কোহলির

দুবাই, 26 অক্টোবর: আসমুদ্র-হিমাচল তো বটেই ৷ গত রবিবাসরীয় মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির মহাকাব্যিক ইনিংসের ঘোর এখনও কাটেনি ক্রিকেট বিশ্বের ৷ এরই মধ্যে বৃহস্পতিবার সুপার 12-এর দ্বিতীয় ম্য়াচে নেদারল্যান্ডস চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে ৷ তার আগে মেলবোর্নে ম্যাচ জেতানো ইনিংসের পুরস্কার পেয়ে গেলেন কোহলি ৷ ব়্যাংকিং'য়ে পাঁচ ধাপ উন্নতি করে ফের প্রথম দশে চলে এলেন 'পাক বধ'-এর নায়ক (King Kohli storms into top ten at T20I batters list) ৷

গত সপ্তাহে প্রকাশিত ব়্যাংকিং'য়ে টি-20 ব্যাটারদের তালিকায় 14তম স্থানে ছিলেন ৷ বুধবার প্রকাশিত ব়্যাংকিং'য়ে বিরাট রয়েছেন ন'নম্বরে (Virat Kohli holds number 9 position in latest rankings) ৷ রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে পাক বোলারদের সংহার 53 বলে 82 রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কোহলির ইনিংসের সৌজন্যেই বাবরদের বিরুদ্ধে স্মরণীয় জয় হাসিল করে রোহিত অ্যান্ড কোং ৷

ম্যাচের পর মেলবোর্নের ইনিংসকেই তাঁর সেরা টি-20 ইনিংসের তকমা দিয়েছিলেন কোহলি ৷ যে ইনিংস সাজানো ছিল 6টি চার এবং 4টি ছ'য়ে ৷ গত অগস্টে টি-20 ব্যাটারদের ক্রমতালিকায় 35তম স্থানে ছিলেন কোহলি ৷ গত এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহ করে প্রথম কুড়িতে ফিরেছিলেন তিনি ৷ এবার প্রথম দশে প্রত্যাবর্তন হল 'কিং কোহলি'-র ৷

আরও পড়ুন:প্লেটে বাবরদের হার সাজিয়ে দিলেন কোহলি, পাক ফুড ডেলিভারি সংস্থাকে খোঁচা জোম্যাটোর

যদিও ব়্যাংকিং'য়ে পতন হয়েছে প্রথম দশে থাকা আরেক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ৷ দ্বিতীয়স্থান থেকে নেমে আপাতত তৃতীয়স্থানে মুম্বই ব্যাটার ৷ তিন ধাপ উঠে দ্বিতীয়স্থান দখল করেছেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৷ শীর্ষস্থান যদিও ধরে রেখেছেন পাক স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৷

ABOUT THE AUTHOR

...view details