মুম্বই, 15 নভেম্বর: ক্রিকেটার হিসেবে আইপিএলে সাঙ্গ হল কায়রন পোলার্ডের (Kieron Pollard)পালা ৷ মঙ্গলবার বিশ্বের সবচেয়ে চর্চিত ফ্র্যাঞ্চাইজি লিগকে বিদায় জানালেন বছর পঁয়ত্রিশের ক্যারিবিয়ান অলরাউন্ডার (Kieron Pollard announces his retirement from IPL) ৷ যদিও অন্য অবতারে ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে জুড়ে থাকছেন তিনি ৷ আরও ভালো করে বলতে গেলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে আইপিএলে পরবর্তী অধ্যায় শুরু করছেন পোলার্ড (Mumbai Indians to take charge as MIs batting coach) ৷
মঙ্গলবার বিকেলে সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে অনুরাগীদের মনখারাপ করা খবর দিলেন 'পল্টন'দের বহু যুদ্ধের সেনানী ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে 3 হাজারের বেশি রান, 69 উইকেট নেওয়া পোলার্ড এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "আমি চেয়েছিলাম আরও কয়েকবছর খেলতে তাই সিদ্ধান্তটা গ্রহণ করা মোটেই সহজ ছিল না ৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে শেষমেশ আইপিএল কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্তটা গ্রহণ করলাম ৷"