চেন্নাই, 14 অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন ৷ যার জেরে চলতি বিশ্বকাপের লিগ পর্যায়ের প্রায় শেষ পর্যন্ত খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক ৷ জানা গিয়েছে, তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে ৷ আজ আইসিসি-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তেমনটাই জানানো হয়েছে ৷ কিন্তু, কেন উইলিয়ামসনকে এখনই প্রাথমিক দল থেকে বাদ দিচ্ছে না নিউজিল্যান্ড ৷ এর জেরে 22 অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না কিউয়ি অধিনায়ক ৷
এ নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘‘প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, কেনের চোট দ্রুত সেরে ওঠা সম্ভব ৷ টুর্নামেন্টের শেষের দিকে ও খেলতে পারবে ৷ তার মাঝে কেন বিশ্রাম ও রি-হ্যাবে থাকবেন ৷ কেন আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সর্বপরি ও আমাদের অধিনায়ক ৷ তাই আমরা ওর সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ৷ আর তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাব ৷ যাতে ও দ্রুত টুর্নামেন্টে ফিরে আসতে পারে ৷’’
ব্ল্যাক ক্যাপসদের সোশাল মিডিয়া পেজে একটি পোস্টও করা হয় ৷ সেখানে কেন উইলিয়ামসমনের চোটের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘‘এক্স-রে রিপোর্ট নিশ্চিত করা হয়েছে যে, কেন উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে ৷ চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রান নেওয়ার সময় ফিল্ডারের ছোড়া বল তাঁর হাতে লাগে ৷ যার জেরে এই চোট পেয়েছেন কেন উইলিয়ামসম ৷’’ নিউজিল্যান্ড থেকে ব্যাটার টম ব্যান্ডেলকে দলের সঙ্গে যোগ করা হচ্ছে ৷ কিন্তু, অফিসিয়ালি তাঁকে দলের সঙ্গে যুক্ত করা হবে না ৷ আগাম বিকল্প হিসেবে তাঁকে ভারতে নিয়ে আসা হচ্ছে ৷
আরও পড়ুন:মন্ত্রপূত বল ছুঁড়ে ইমাম 'বধ' হার্দিকের ? সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল
যদি কেন উইলিয়ামসন সময়ের মধ্যে সুস্থ হতে না পারেন, তাহলেই টম ব্যান্ডেল বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত হবেন ৷ তবে, সেটা আয়োজক আইসিসি-র সিদ্ধান্তের উপর পুরোটা নির্ভর করছে ৷ টম ব্যান্ডেল সাম্প্রতিককালে নিউজিল্যান্ডের দু’-তিনটি সিরিজে নিয়মিত সদস্য ছিলেন ৷ এমনকি পারফর্ম্যান্সের মধ্যেও ছিলেন তিনি ৷