মুম্বই, 24 জুন: 10 বছর আগে উত্তরপ্রদেশে ভাদোই গ্রাম থেকে মুম্বই আজাদ ময়দানের টেন্টে নিজের ঠিকানা তৈরি করেছিলেন 11 বছরের ছোট্ট যশস্বী জয়সওয়াল ৷ মায়ানগরীতে একটাই স্বপ্ন নিয়ে এসেছিলেন, বড় ক্রিকেটার হবেন ৷ ওয়াংখেড়ের সামনে বাবার সঙ্গে ফুচকা বিক্রি করতেন অবসর সময়ে ৷ বাকি সময়টা খেলা আর পড়াশোনা ৷ আজ 10 বছর পর মায়ানগরী তাঁকে পরিশ্রমের প্রাপ্য ফিরিয়ে দিচ্ছে ৷ 21 বছরের যশস্বী জাতীয় দলের ডাক পেয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে দলে সুযোগ পেয়েছেন, এবার অপেক্ষা ভারতী টেস্ট ক্যাপ অর্জন করা ৷
স্বপ্নপূরণের মুহূর্তে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানালেন, ‘‘আমার বাবা খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলেন ৷’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি ৷ এবার 16 জনের প্রাথমিক দলে রয়েছেন তিনি ৷ হয়তো প্রথম ম্যাচেই সুযোগ আসবে ভারতীয় দলের টেস্ট ক্যাপ পরার ৷ যদি না সিনিয়রিটির দিক থেকে রুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয় ৷ কারণ, চেতেশ্বর পূজারা বাদ পড়ায় প্রথম একাদশের ব্যাটিংয়ে তিন নম্বর জায়গাটাই একমাত্র ফাঁকা ৷
আরও পড়ুন:'বলির পাঁঠা' পূজারা, সরফরাজকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকদের মুণ্ডপাত সানির