কলকাতা, 4 জানুয়ারি:গলির ক্রিকেটে এবার তারকার আলো । ভারতীয় স্ট্রিট প্রিমিয়র লিগে দল কিনছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক বেশ পুরানো । অনেক বলিউড অভিনেত্রীই দাম্পত্য়জীবন শুরু করেছেন ক্রিকেটারদের সঙ্গে ৷ তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টির মতো তারকারা ৷ সইফ পরিবারের সঙ্গেও ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো ৷ সইফের বাবা অর্থাৎ মনসুর আলি খান পতৌদি ক্রিকেট সার্কিটে পরিচিত ছিলেন 'টাইগার পতৌদি' নামেই ৷ ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়কের দৃঢ় মানসিকতা ও ব্যাটিং দক্ষতার কথা কারও অজানা নয় ৷
অন্য়দিকে, টাইগার পতৌদির বাবা ইফতিকার আলি খান ছিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্মলগ্নের অন্যতম সদস্য ৷ শুধু তাই নয়, তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি ভারত ও ইংল্যান্ড এই দু'দেশের হয়েই টেস্ট খেলেছেন ৷ ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি ৷ ক্রিকেটের সঙ্গে পতৌদির পরিবারের রক্তের সম্পর্ক ৷ সইফ অর্থাৎ ছোটে নবাবের পরিচয় বলিউড তারকা হলেও এবার তাঁকে দেখা যাবে ক্রিকেট পরিসরেও ৷ স্ট্রিট প্রিমিয়র লিগের কলকাতার দল কিনলেন সস্ত্রীক সইফ আলি খান ৷ কলকাতার দল কেনার পর সোশাল মিডিয়ায় করিনা লেখেন, "ক্রিকেট এমন একটা খেলা যা আমরা সবাই খুব ভালোবাসি । এই খেলা আমাদের পরিবারের রক্তে রয়েছে । ভারতীয় স্ট্রিট প্রিমিয়র লিগে কলকাতা দলের মালিকানা পেয়ে আমরা গর্বিত । তরুণ ক্রিকেটারদের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ হতে চলেছে এই লিগ ।"
তারকারা দেশ-বিদেশে স্টেডিয়ামে বসে ক্রিকেট দেখছেন এই ছবি এখন বহুল পরিচিত । শাহরুখ খান, প্রীতি জিন্টারা এক যুগ আগে আইপিএলে দল কিনে নতুন ট্রেন্ড শুরু করেছেন । এবার সেই পথে অন্যরাও । তবে ভিন্ন প্রেক্ষাপটে। স্ট্রিট প্রিমিয়র লিগের খেলা হবে 10 দলের মধ্য়ে ৷ উদ্যোক্তারা বলেন, "ইতিমধ্যে বলিউড এবং দক্ষিণী ছবির তারকারা আগ্রহ দেখিয়েছেন। সারা ভারত জুড়েই হবে এই স্ট্রিট প্রিমিয়র লিগ । মুম্বইয়ের দল কিনেছেন অমিতাভ বচ্চন ।"