নয়াদিল্লি, 19 অক্টোবর : প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে দিয়ে সুপার 12-র প্রথম একাদশের কম্বিনেশন ঝালিয়ে নিচ্ছে দেশগুলো ৷ টিম ইন্ডিয়াও তার অন্যথা নয় ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে বিশ্রামে পাঠিয়ে ঈশান কিষানকে দেখে নিয়েছে ম্যানেজমেন্ট ৷ স্পিনিং বিভাগে রাহুল চাহারকেও খেলিয়ে দেখে নিয়েছে দল ৷ আশ্বস্ত করেছেন দু'জনেই ৷ একমাত্র কিন্তু থেকে যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেও বোলিং করলেন না তিনি ৷ স্বাভাবিকভাবেই সুপার 12-এ হার্দিকের খেলা নিয়ে সন্দিহান অনেকে ৷ হার্দিক বোলিং না করতে পারলে কি তাঁকে খেলানো উচিত ? বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের মতে, হার্দিক নিদেনপক্ষে দু'ওভার বল করতে পারলে দলে ভারসাম্য অনেক বাড়বে ৷ তবে হার্দিকের বল না করাটা ভারতের কাপ জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না ৷