পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hardik Pandya : "হার্দিকের বোলিং না করাটা টিম ইন্ডিয়ার ট্রফি জয়ে বাধা হবে না" - কপিল দেব

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেও বোলিং না করায় সুপার 12-এ হার্দিকের খেলা নিয়ে সন্দিহান অনেকে ৷ হার্দিক বোলিং না করতে পারলে কি তাঁকে খেলানো উচিত ? বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের মতে, হার্দিক নিদেনপক্ষে দু'ওভার বল করতে পারলে দলে ভারসাম্য অনেক বাড়বে ৷

Hardik Pandya
"হার্দিকের বোলিং না করাটা টিম ইন্ডিয়ার ট্রফি জয়ের অন্তরায় নয়"

By

Published : Oct 19, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর : প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে দিয়ে সুপার 12-র প্রথম একাদশের কম্বিনেশন ঝালিয়ে নিচ্ছে দেশগুলো ৷ টিম ইন্ডিয়াও তার অন্যথা নয় ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে বিশ্রামে পাঠিয়ে ঈশান কিষানকে দেখে নিয়েছে ম্যানেজমেন্ট ৷ স্পিনিং বিভাগে রাহুল চাহারকেও খেলিয়ে দেখে নিয়েছে দল ৷ আশ্বস্ত করেছেন দু'জনেই ৷ একমাত্র কিন্তু থেকে যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেও বোলিং করলেন না তিনি ৷ স্বাভাবিকভাবেই সুপার 12-এ হার্দিকের খেলা নিয়ে সন্দিহান অনেকে ৷ হার্দিক বোলিং না করতে পারলে কি তাঁকে খেলানো উচিত ? বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের মতে, হার্দিক নিদেনপক্ষে দু'ওভার বল করতে পারলে দলে ভারসাম্য অনেক বাড়বে ৷ তবে হার্দিকের বল না করাটা ভারতের কাপ জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না ৷

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচের পর 'হরিয়ানা হ্য়ারিকেন' বলেন, "দলে একজন অলরাউন্ডারের উপস্থিতি সবসময় আলাদা মাত্রা যোগ করে ৷ কিন্তু হার্দিক বল না করলে ভারতের কাপ জয়ের সুযোগ কমবে বলে আমার মনে হয় না ৷ তবে হ্যাঁ, বল করলে কোহলির হাতে বিকল্প বাড়ত ৷"

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারত

মুম্বই অলরাউন্ডারকে খেলানো প্রসঙ্গে কপিল দেব বলেন, "হার্দিকের মত একজন প্রতিভাকে দলে রাখা স্বাভাবিক বিষয় ৷ ওঁর দু'ওভার বোলিং দলে অনেক ভারসাম্য আনবে নিশ্চিত ৷ তবে সেটা না হলেও বাকিরা সেই খামতি মেটাতে সক্ষম বলেই আমার মনে হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details